ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

৭০ হাজার টন ইউরিয়া-ডিএপি সার কিনবে সরকার

  • আপডেট সময় : ০১:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দুটি কোম্পানি থেকে পৃথক লটে ৭০ হাজার টন সার কিনবে সরকার। এর মধ্যে ৪০ হাজার টন ডিএপি এবং ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়ার সার কেনা হবে। দুই মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবে সার কেনার বিষয়টি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান। অতিরিক্ত সচিব জানান, কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সার কেনা হবে। মরক্কোর ওসিপি, এস.এ থেকে প্রথম লটে ৪০ হাজার টন ডিএপি সার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সার কিনতে ২৬২ কোটি ১২ লাখ টাকা ব্যয় করা হবে।
তিনি আরও জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ১৪তম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ সার কিনতে ব্যয় হবে ১০৫ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় ব্যয় হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৭০ হাজার টন ইউরিয়া-ডিএপি সার কিনবে সরকার

আপডেট সময় : ০১:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : দুটি কোম্পানি থেকে পৃথক লটে ৭০ হাজার টন সার কিনবে সরকার। এর মধ্যে ৪০ হাজার টন ডিএপি এবং ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়ার সার কেনা হবে। দুই মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবে সার কেনার বিষয়টি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান। অতিরিক্ত সচিব জানান, কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সার কেনা হবে। মরক্কোর ওসিপি, এস.এ থেকে প্রথম লটে ৪০ হাজার টন ডিএপি সার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সার কিনতে ২৬২ কোটি ১২ লাখ টাকা ব্যয় করা হবে।
তিনি আরও জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ১৪তম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ সার কিনতে ব্যয় হবে ১০৫ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় ব্যয় হবে।