ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

৭০ শতাংশ মানুষকে টিকা না দিলে মহামারির অবসান হবে না

  • আপডেট সময় : ১১:০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ১৬৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্তত ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া না হলে করোনা মহামারির অবসান হবে না। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক এই সতর্কবার্তা দিয়েছেন।
হান্স ক্লুগ জানিয়েছেন, বিভিন্ন দেশ ও জনগোষ্ঠীকে অবশ্যই মহামারি সম্পর্কে উদাসীন থাকা যাবে না। তিনি বলেছেন, ‘ভাববেন না কোভিড-১৯ মহামারি শেষ হয়ে গেছে। মহামারি তখনই অবসান হবে যখন আমরা অন্তত ৭০ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দেওয়া শেষ করতে পারব।’
এ পর্যন্ত বিশ্বের ৫৩টি দেশের ২৬ শতাংশ জনগোষ্ঠী করোনার এক ডোজ টিকা পেয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ৩৬ দশমিক ৬ শতাংশ জনগোষ্ঠী এক ডোজ এবং ১৬ দশমিক ৯ শতাংশ পুরো দুই ডোজ টিকাই পেয়েছে।
ক্লুগ জানিয়েছেন, তার অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে সংক্রামক নতুন ভ্যারিয়েন্টের সংখ্যা বৃদ্ধি। তিনি বলেন, ‘উদাহরণ হিসেবে আমরা জানি, ই.১৬১৭ (ভারতীয় ভ্যারিয়েন্ট) ব্রিটিশ ভ্যারিয়েন্টের (ই.১১৭) তুলনায় অনেক বেশি সংক্রামক, যেটি ইতোমধ্যে আগের স্ট্রেনের তুলনায় অনেক বেশি সংক্রামক হয়ে উঠেছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৭০ শতাংশ মানুষকে টিকা না দিলে মহামারির অবসান হবে না

আপডেট সময় : ১১:০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্তত ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া না হলে করোনা মহামারির অবসান হবে না। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক এই সতর্কবার্তা দিয়েছেন।
হান্স ক্লুগ জানিয়েছেন, বিভিন্ন দেশ ও জনগোষ্ঠীকে অবশ্যই মহামারি সম্পর্কে উদাসীন থাকা যাবে না। তিনি বলেছেন, ‘ভাববেন না কোভিড-১৯ মহামারি শেষ হয়ে গেছে। মহামারি তখনই অবসান হবে যখন আমরা অন্তত ৭০ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দেওয়া শেষ করতে পারব।’
এ পর্যন্ত বিশ্বের ৫৩টি দেশের ২৬ শতাংশ জনগোষ্ঠী করোনার এক ডোজ টিকা পেয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ৩৬ দশমিক ৬ শতাংশ জনগোষ্ঠী এক ডোজ এবং ১৬ দশমিক ৯ শতাংশ পুরো দুই ডোজ টিকাই পেয়েছে।
ক্লুগ জানিয়েছেন, তার অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে সংক্রামক নতুন ভ্যারিয়েন্টের সংখ্যা বৃদ্ধি। তিনি বলেন, ‘উদাহরণ হিসেবে আমরা জানি, ই.১৬১৭ (ভারতীয় ভ্যারিয়েন্ট) ব্রিটিশ ভ্যারিয়েন্টের (ই.১১৭) তুলনায় অনেক বেশি সংক্রামক, যেটি ইতোমধ্যে আগের স্ট্রেনের তুলনায় অনেক বেশি সংক্রামক হয়ে উঠেছে।’