ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

৬ হাজার পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : ০৩:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের গুলশান জোনাল টিম। ডিএমপি মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলো– রোকেয়া খাতুন (৫৫), খাদিজা আক্তার সাথী (২৫) ও মমতাজ বেগম (৫৪)।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান চালাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে কিছু মাদক কারবারি ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করে বিক্রির জন্য শনির আখড়ায় অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ওই তিন জনকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরো জানা যায়, গ্রেফতার ব্যক্তিনরা দীর্ঘদিন কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এসি/আপ্র/২২/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৬ হাজার পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের গুলশান জোনাল টিম। ডিএমপি মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলো– রোকেয়া খাতুন (৫৫), খাদিজা আক্তার সাথী (২৫) ও মমতাজ বেগম (৫৪)।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান চালাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে কিছু মাদক কারবারি ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করে বিক্রির জন্য শনির আখড়ায় অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ওই তিন জনকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরো জানা যায়, গ্রেফতার ব্যক্তিনরা দীর্ঘদিন কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এসি/আপ্র/২২/১০/২০২৫