ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

৬ হাজার ছাড়াল ডিএসই সূচক

  • আপডেট সময় : ০২:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দিনভর কয়েক দফা ওঠানামার পর শেষ পর্যন্ত সপ্তাহের প্রথম দিন গতকাল রোববার সূচক ঊর্ধ্বমুখী থাকায় দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর সূচক ছয় হাজার পয়েন্ট পার হয়েছে। গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২২ দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৬ হাজার ৮ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে। এই সূচক প্রায় সাড়ে ৩৯ মাসের মধ্যে বেশি। এর আগে এর চেয়ে বেশি সূচক ছিল ১৫ ফেব্রুয়ারি ২০১৮। সেদিন সূচক ছিল ৬ হাজার ৫০ পয়েন্ট। সূচক বেড়েছে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এদিন ঢাকার পুঁজিবাজারে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৩৯ দশমিক ৫৬ শতাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে।
তবে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। গতকাল রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর। রোববার ব্যাংক খাতের বেশিরভাগ শেয়ারের দাম কমেছে। এই কারণেই সূচকে ওঠানামা দেখা গেছে বেশি। তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ১১টির শেয়ারের দাম বেড়েছে। দুটির দাম অপরিবর্তিত ছিল এবং বাকি ১৮টির দাম কমেছে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতেও বেশিরভাগের দাম কমেছে। এ খাতের তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে মাত্র ৪টির শেয়ারের দাম বেড়েছে। এর বিপরীতে কমেছে ১৩টির দাম। এদিন বীমা খাতেও দরপতন হয়েছে। এ খাতের ৫০টির মধ্যে ১৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বেশিরভাগ শেয়ারের দামই বেশি হারে কমেছে। আর্থিক খাতের শেয়ারের দর হারানোর দিনে বস্ত্র খাতে বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। এই খাতে ৫৬টি কোম্পানির মধ্যে ৩২টির শেয়ারের দাম বেড়েছে। রোববার ঢাকায় ২ হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২ হাজার ৩৬৮ কোটি ৮৯ লাখ টাকা। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮৫ দশমিক ৮৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৮ দশমিক ২৮ পয়েন্টে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩১ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৩৭৯ দশমিক ৩৫ পয়েন্টে। এই বাজারে লেনদেন বেড়েছে। রোববার ১০৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১০৪ কোটি ৩৭ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ৩০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৬ হাজার ছাড়াল ডিএসই সূচক

আপডেট সময় : ০২:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : দিনভর কয়েক দফা ওঠানামার পর শেষ পর্যন্ত সপ্তাহের প্রথম দিন গতকাল রোববার সূচক ঊর্ধ্বমুখী থাকায় দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর সূচক ছয় হাজার পয়েন্ট পার হয়েছে। গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২২ দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৬ হাজার ৮ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে। এই সূচক প্রায় সাড়ে ৩৯ মাসের মধ্যে বেশি। এর আগে এর চেয়ে বেশি সূচক ছিল ১৫ ফেব্রুয়ারি ২০১৮। সেদিন সূচক ছিল ৬ হাজার ৫০ পয়েন্ট। সূচক বেড়েছে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এদিন ঢাকার পুঁজিবাজারে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৩৯ দশমিক ৫৬ শতাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে।
তবে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। গতকাল রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর। রোববার ব্যাংক খাতের বেশিরভাগ শেয়ারের দাম কমেছে। এই কারণেই সূচকে ওঠানামা দেখা গেছে বেশি। তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ১১টির শেয়ারের দাম বেড়েছে। দুটির দাম অপরিবর্তিত ছিল এবং বাকি ১৮টির দাম কমেছে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতেও বেশিরভাগের দাম কমেছে। এ খাতের তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে মাত্র ৪টির শেয়ারের দাম বেড়েছে। এর বিপরীতে কমেছে ১৩টির দাম। এদিন বীমা খাতেও দরপতন হয়েছে। এ খাতের ৫০টির মধ্যে ১৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বেশিরভাগ শেয়ারের দামই বেশি হারে কমেছে। আর্থিক খাতের শেয়ারের দর হারানোর দিনে বস্ত্র খাতে বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। এই খাতে ৫৬টি কোম্পানির মধ্যে ৩২টির শেয়ারের দাম বেড়েছে। রোববার ঢাকায় ২ হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২ হাজার ৩৬৮ কোটি ৮৯ লাখ টাকা। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮৫ দশমিক ৮৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৮ দশমিক ২৮ পয়েন্টে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩১ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৩৭৯ দশমিক ৩৫ পয়েন্টে। এই বাজারে লেনদেন বেড়েছে। রোববার ১০৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১০৪ কোটি ৩৭ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ৩০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।