নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসসই) গতকাল সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন ১ হাজার ৪০০ কোটির ঘর ছাড়িয়েছে; যা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি ডিএসইতে ১ হাজার ৪৪৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গতকাল সোমবার ডিএসইতে ১ হাজার ৪৭৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪১৭ কোটি ১০ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ১ হাজার ৫৭৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮০ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৭ পয়েন্টে।
ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১২২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ