ক্রীড়া ডেস্ক: সবকিছু একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটিও হয়ে গেল। ম্যানচেস্টার সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। ২৪ বছর বয়সী এই তারকাকে ছয় বছরের চুক্তিতে দলে টানার কথা সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে লা লিগার দলটি। ট্রান্সফার ফি অবশ্য প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রাথমিকভাবে আতলেতিকোর খরচ হবে সাড়ে ৭ কোটি ইউরো। বিভিন্ন বোনাসসহ অঙ্কটা হতে পারে সাড়ে ৯ কোটি ইউরো। সিটির কোনো খেলোয়াড় বিক্রির দামের রেকর্ড এটি। পেছনে পড়ে গেল ২০২২ সালে চেলসির কাছে ৫ কোটি পাউন্ডে ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিংকে বিক্রির রেকর্ড। আলভারেসকে কিনতে সিটির সঙ্গে আতলেতিকোর সমঝোতায় পৌঁছার খবর গত সপ্তাহে দিয়েছিল বিবিসি। ২০২২ সালে স্বদেশের ক্লাব রিভার প্লেট থেকে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। পেপ গুয়ার্দিওলার দলের হয়ে ১০৩ ম্যাচে তার গোল ৩৬টি। সিটির হয়ে নিজের প্রথম মৌসুমে ট্রেবল জয়ের স্বাদ পান আলভারেস। ওই মৌসুমের মাঝে আর্জেন্টিনার হয়ে জেতেন ২০২২ কাতার বিশ্বকাপ।
সব মিলিয়ে ইতিহাদ স্টেডিয়ামের দলটির জার্সিতে দুটি প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন আলভারেস। এই ক্লাবে থাকতেই সম্প্রতি জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা। বিদায় বেলায় ইনস্টাগ্রাম বার্তায় আলভারেস বললেন, ম্যানচেস্টার সিটি সবসময় তার হৃদয়ে থাকবে। “আজ অনেক আবেগ সঙ্গে করে দুর্দান্ত এই ক্লাবকে বিদায় জানাচ্ছি আমি। এখানে দুটি স্পেশাল বছর কেটেছে। এই সময়ে একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে আমি অনেক কিছু শিখেছি। এই পরিবারের অংশ হতে পেরে সবসময় আমি খুব গর্বিত হব, ম্যানচেস্টার সিটি সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা নিয়ে থাকবে।” গত মাসে আলভারো মোরাতা এসি মিলানে পাড়ি জমানোর পর একজন সেন্টার ফরোয়ার্ডের খোঁজে ছিলেন আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে। আলভারেসকে কিনে সেই ঘাটতি পূরণ করলেন তারা।
৬ বছরের চুক্তিতে আতলেতিকোয় আলভারেস
ট্যাগস :
৬ বছরের চুক্তিতে আতলেতিকোয় আলভারেস
জনপ্রিয় সংবাদ