ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

৬ উইকেটে হামফ্রেজের রেকর্ড, জিম্বাবুয়েকে আবার হারাল আয়ারল্যান্ড

  • আপডেট সময় : ০৫:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ম্যাথু হামফ্রেজের চমৎকার বোলিংয়ে জয়ের মঞ্চ আগের দিনই গড়েছিল আয়ারল্যান্ড। শেষ দিনেও আলো ছড়ালেন বাঁহাতি এই স্পিনার। ৬ উইকেট নিয়ে গড়লেন রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে অনায়াস জয়ে তুলে নিল আইরিশরা। বুলওয়ায়োতে সোমবার একমাত্র টেস্টে ৬৩ রানে জিতেছে আয়ারল্যান্ড। ২৯২ রানের লক্ষ্য তাড়ার কঠিন চ্যালেঞ্জ ২২৮ রান পর্যন্ত যেতে পারে জিম্বাবুয়ে। টেস্ট মর্যাদা পাওয়ার পর অভিজাত এই সংস্করণে প্রথম সাত ম্যাচই হেরেছিল আয়ারল্যান্ড। সেই হতাশা মুছে টানা তিন ম্যাচে জয়ের স্বাদ পেল তারা। জিম্বাবুয়ের বিপক্ষে জিতল পরপর দুটি।

আয়ারল্যান্ডের এই জয়ে বড় অবদান রাখা হামফ্রেজ ৫৭ রানে নেন ৬ উইকেট। টেস্টে আইরিশ কোনো বোলারের যা সেরা বোলিং। ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট পেয়েছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইনও, তবে তিনি রান খরচ করেছিলেন ১১৮। ম্যাচের সেরা অবশ্য ম্যাকব্রাইন। প্রথম ইনিংসে দলের চরম বিপদে ৯০ রান করেন তিনি। পরে দুই ইনিংসে বল হাতে নেন মোট ৪ উইকেট। পঞ্চম ও শেষ দিনে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১০৯ রান। জয়ের জন্য আইরিশদের দরকার ছিল ৩ উইকেট। প্রথম সেশনেই স্বাগতিকদের গুটিয়ে জয়ের উল্লাসে মাতে সফরকারীরা।

৭ উইকেটে ১৮৩ রান নিয়ে খেলতে নামা জিম্বাবুয়ে আর ৬ রান যোগ করতেই হারায় নিয়ামহুরিকে। দিনের ষষ্ঠ ওভারে তাকে এলবিডব্লিউ করে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট পূর্ণ করেন তৃতীয় টেস্ট খেলতে নামা হামফ্রেজ। দলের ব্যাটিং বিপর্যয়ে এক প্রান্ত আগলে রেখে লড়াই করা ওয়েলসি মাধেভেরেও টিকতে পারেননি বেশিক্ষণ। ৬১ রান নিয়ে দিন শুরু করা ব্যাটসম্যানের স্টাম্প ভেঙে দেন হামফ্রেজ। ৮ চারে ৮৪ রান করেন মাধেভেরে। সব শেষে রিচার্ড এনগারাভাকে বোল্ড করে আয়ারল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যাকব্রাইন।

সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬০
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৬৭
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৯৮
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ২৯২) ৮৬.৩ ওভারে ২২৮ (আগের দিন ১৮৩/৭) (মাধেভেরে ৮৪, নিয়ামহুরি ৮, এনগারাভা ১৪, মুজারাবানি ১*; অ্যাডায়ার ১৯-৩-৪৭-১, ম্যাককার্থি ৮-০-২২-২, হামফ্রেজ ২৮-৭-৫৭-৬, ম্যাকব্রাইন ২৩.৩-৪-৬৯-১, ইয়াং ৭-০-২০-০, ক্যাম্পার ১-০-৩-০)
ফল: আয়ারল্যান্ড ৬৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: অ্যান্ডি ম্যাকব্রাইন

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

৬ উইকেটে হামফ্রেজের রেকর্ড, জিম্বাবুয়েকে আবার হারাল আয়ারল্যান্ড

আপডেট সময় : ০৫:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: ম্যাথু হামফ্রেজের চমৎকার বোলিংয়ে জয়ের মঞ্চ আগের দিনই গড়েছিল আয়ারল্যান্ড। শেষ দিনেও আলো ছড়ালেন বাঁহাতি এই স্পিনার। ৬ উইকেট নিয়ে গড়লেন রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে অনায়াস জয়ে তুলে নিল আইরিশরা। বুলওয়ায়োতে সোমবার একমাত্র টেস্টে ৬৩ রানে জিতেছে আয়ারল্যান্ড। ২৯২ রানের লক্ষ্য তাড়ার কঠিন চ্যালেঞ্জ ২২৮ রান পর্যন্ত যেতে পারে জিম্বাবুয়ে। টেস্ট মর্যাদা পাওয়ার পর অভিজাত এই সংস্করণে প্রথম সাত ম্যাচই হেরেছিল আয়ারল্যান্ড। সেই হতাশা মুছে টানা তিন ম্যাচে জয়ের স্বাদ পেল তারা। জিম্বাবুয়ের বিপক্ষে জিতল পরপর দুটি।

আয়ারল্যান্ডের এই জয়ে বড় অবদান রাখা হামফ্রেজ ৫৭ রানে নেন ৬ উইকেট। টেস্টে আইরিশ কোনো বোলারের যা সেরা বোলিং। ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট পেয়েছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইনও, তবে তিনি রান খরচ করেছিলেন ১১৮। ম্যাচের সেরা অবশ্য ম্যাকব্রাইন। প্রথম ইনিংসে দলের চরম বিপদে ৯০ রান করেন তিনি। পরে দুই ইনিংসে বল হাতে নেন মোট ৪ উইকেট। পঞ্চম ও শেষ দিনে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১০৯ রান। জয়ের জন্য আইরিশদের দরকার ছিল ৩ উইকেট। প্রথম সেশনেই স্বাগতিকদের গুটিয়ে জয়ের উল্লাসে মাতে সফরকারীরা।

৭ উইকেটে ১৮৩ রান নিয়ে খেলতে নামা জিম্বাবুয়ে আর ৬ রান যোগ করতেই হারায় নিয়ামহুরিকে। দিনের ষষ্ঠ ওভারে তাকে এলবিডব্লিউ করে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট পূর্ণ করেন তৃতীয় টেস্ট খেলতে নামা হামফ্রেজ। দলের ব্যাটিং বিপর্যয়ে এক প্রান্ত আগলে রেখে লড়াই করা ওয়েলসি মাধেভেরেও টিকতে পারেননি বেশিক্ষণ। ৬১ রান নিয়ে দিন শুরু করা ব্যাটসম্যানের স্টাম্প ভেঙে দেন হামফ্রেজ। ৮ চারে ৮৪ রান করেন মাধেভেরে। সব শেষে রিচার্ড এনগারাভাকে বোল্ড করে আয়ারল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যাকব্রাইন।

সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬০
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৬৭
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৯৮
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ২৯২) ৮৬.৩ ওভারে ২২৮ (আগের দিন ১৮৩/৭) (মাধেভেরে ৮৪, নিয়ামহুরি ৮, এনগারাভা ১৪, মুজারাবানি ১*; অ্যাডায়ার ১৯-৩-৪৭-১, ম্যাককার্থি ৮-০-২২-২, হামফ্রেজ ২৮-৭-৫৭-৬, ম্যাকব্রাইন ২৩.৩-৪-৬৯-১, ইয়াং ৭-০-২০-০, ক্যাম্পার ১-০-৩-০)
ফল: আয়ারল্যান্ড ৬৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: অ্যান্ডি ম্যাকব্রাইন