ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

৬ আরব দেশের সঙ্গে সমঝোতায় জ্বালানি-বাণিজ্য-বিনিয়োগে নতুন সম্ভাবনা

  • আপডেট সময় : ০১:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সঙ্গে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই সমঝোতার মাধ্যমে জ্বালানি ও খাদ্যনিরাপত্তার পাশাপাশি বাণিজ্য-বিনিয়োগে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
গত শুক্রবার (১৮ নভেম্বর) বাহরাইনের রাজধানী মানামায় এই সমঝোতা সই হয়। বাংলাদেশের পক্ষে সই করেন পররাষ্ট্রমন্ত্রী। আর জিসিসির মহাসচিব নায়েফ ফালাহ এম আল-হাজরাফ সই করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা স্মারক সইয়ের আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জিসিসির মহাসচিব দ্বিপক্ষীয় বৈঠক করেন। জিসিসি জোটের সদস্যরা হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।
সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করে জিসিসির মহাসচিব নায়েফ ফালাহ এম আল-হাজরাফ বলেন, সমঝোতা স্মারকটি দুই পক্ষের মধ্যে বিভিন্ন খাতে যৌথ কর্মপরিকল্পনা, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এবং কারিগরি দল, যৌথ বাণিজ্য পরিষদ গঠনের সুযোগ তৈরি ও সহযোগিতাকে এগিয়ে নিতে আইনি কাঠামো হিসেবে কাজ করবে। সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ আরব দেশের সঙ্গে সমঝোতায় জ্বালানি-বাণিজ্য-বিনিয়োগে নতুন সম্ভাবনা

আপডেট সময় : ০১:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সঙ্গে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই সমঝোতার মাধ্যমে জ্বালানি ও খাদ্যনিরাপত্তার পাশাপাশি বাণিজ্য-বিনিয়োগে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
গত শুক্রবার (১৮ নভেম্বর) বাহরাইনের রাজধানী মানামায় এই সমঝোতা সই হয়। বাংলাদেশের পক্ষে সই করেন পররাষ্ট্রমন্ত্রী। আর জিসিসির মহাসচিব নায়েফ ফালাহ এম আল-হাজরাফ সই করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা স্মারক সইয়ের আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জিসিসির মহাসচিব দ্বিপক্ষীয় বৈঠক করেন। জিসিসি জোটের সদস্যরা হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।
সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করে জিসিসির মহাসচিব নায়েফ ফালাহ এম আল-হাজরাফ বলেন, সমঝোতা স্মারকটি দুই পক্ষের মধ্যে বিভিন্ন খাতে যৌথ কর্মপরিকল্পনা, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এবং কারিগরি দল, যৌথ বাণিজ্য পরিষদ গঠনের সুযোগ তৈরি ও সহযোগিতাকে এগিয়ে নিতে আইনি কাঠামো হিসেবে কাজ করবে। সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা।