ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

৬৪ বছর বয়সে এবার পরিচালকের আসনে বোমান ইরানি

  • আপডেট সময় : ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ২১ বছরের অভিনয় জীবন পার করেছেন বোমান ইরানি। এবার তিনি বসছেন পরিচালকের আসনে। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস্’ ও ‘খোসলা কা ঘোসলা’র মতো সিনেমাতে তার অভিনয় এখনও মনে রেখেছে দর্শক। এ বার পরিচালক হিসেবে তার চমকের অপেক্ষায় রয়েছেন দর্শক। বোমান পরিচালনায় আসতে পারেন বলে গুঞ্জন ছিল। ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছে ‘দ্য মেহতা বয়েজ’ নামে একটি সিনেমা। এই সিনেমাটিই পরিচালনা করেছেন বোমান। প্রযোজনার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন ‘ভাইরাস’। সিনেমাতে তিনি একটি চরিত্রে অভিনয়ও করেছেন। ‘দ্য মেহতা বয়েজ’ সিনেমাতে বোমান ছাড়াও রয়েছেন অবিনাশ তিওয়ারি ও শ্রেয়া চৌধুরি। প্রথম পরিচালনা প্রসঙ্গে বোমান বলেন, অনেক বছর আগে এই সিনেমার গল্পটা এক জন প্রযোজককে শুনিয়েছিলাম। কিন্তু চিত্রনাট্য লেখা ও পরিচালনা করা যে কঠিন কাজ, এখন বুঝতে পারছি। এখন বুঝতে পারছি, একটা সিনেমা তৈরি করা কত কঠিন। নির্মাতারা জানিয়েছেন পিতা-পুত্র সম্পর্কের গল্প বলবে ‘দ্য মেহতা বয়েজ’। ৪৮ ঘণ্টা তাদের একসঙ্গে কাটানোর বিভিন্ন মুহূর্ত সিনেমাতে তুলে ধরা হয়েছে। তবে নিজেকে ‘সিনিয়র’ অভিনেতা বলতে নারাজ বোমান। তার কথায়, এ রকম বলা হলে সবাই ভাবে, অবসর গ্রহণের কথা বলা হচ্ছে। আমি এখনও নিজেকে আবিষ্কার করছি। ৬৪ বছর বয়সে পরিচালনায় এলাম। কেউ করে কি?

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসির নির্বাচন বাতিলের ক্ষমতা বৃদ্ধিসহ আসছে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন

৬৪ বছর বয়সে এবার পরিচালকের আসনে বোমান ইরানি

আপডেট সময় : ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক: ২১ বছরের অভিনয় জীবন পার করেছেন বোমান ইরানি। এবার তিনি বসছেন পরিচালকের আসনে। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস্’ ও ‘খোসলা কা ঘোসলা’র মতো সিনেমাতে তার অভিনয় এখনও মনে রেখেছে দর্শক। এ বার পরিচালক হিসেবে তার চমকের অপেক্ষায় রয়েছেন দর্শক। বোমান পরিচালনায় আসতে পারেন বলে গুঞ্জন ছিল। ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছে ‘দ্য মেহতা বয়েজ’ নামে একটি সিনেমা। এই সিনেমাটিই পরিচালনা করেছেন বোমান। প্রযোজনার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন ‘ভাইরাস’। সিনেমাতে তিনি একটি চরিত্রে অভিনয়ও করেছেন। ‘দ্য মেহতা বয়েজ’ সিনেমাতে বোমান ছাড়াও রয়েছেন অবিনাশ তিওয়ারি ও শ্রেয়া চৌধুরি। প্রথম পরিচালনা প্রসঙ্গে বোমান বলেন, অনেক বছর আগে এই সিনেমার গল্পটা এক জন প্রযোজককে শুনিয়েছিলাম। কিন্তু চিত্রনাট্য লেখা ও পরিচালনা করা যে কঠিন কাজ, এখন বুঝতে পারছি। এখন বুঝতে পারছি, একটা সিনেমা তৈরি করা কত কঠিন। নির্মাতারা জানিয়েছেন পিতা-পুত্র সম্পর্কের গল্প বলবে ‘দ্য মেহতা বয়েজ’। ৪৮ ঘণ্টা তাদের একসঙ্গে কাটানোর বিভিন্ন মুহূর্ত সিনেমাতে তুলে ধরা হয়েছে। তবে নিজেকে ‘সিনিয়র’ অভিনেতা বলতে নারাজ বোমান। তার কথায়, এ রকম বলা হলে সবাই ভাবে, অবসর গ্রহণের কথা বলা হচ্ছে। আমি এখনও নিজেকে আবিষ্কার করছি। ৬৪ বছর বয়সে পরিচালনায় এলাম। কেউ করে কি?