ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৬০ বছর পর লাইব্রেরিতে বই ফেরত

  • আপডেট সময় : ১২:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ১৩৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : বিংশ শতকে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লেখকদের অন্যতম প্যাট্রিক ডেনিস। তিনি ভার্জিনিয়া রোয়ান্স ছদ্মনামেও লিখতেন। এই নামে তিনি লিখেছিলেন দ্য লাভিং কাপল। যুক্তরাজ্যের ইপসুইচের গেইনসবোরা কমিউনিটি লাইব্রেরি থেকে ১৯৫২ সালে তাঁর লেখা এই বই হারিয়ে যায়। সেই বই লাইব্রেরিটিতে ফেরত এল ৬০ বছর পরে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউপিআইয়ের খবরে বলা হয়, বইটি ফেরত দিয়েছে ক্রোয়েশিয়ার দুব্রোভনিক লাইব্রেরি। লাইব্রেরির কর্মী ভেদ্রান লেভি বইটি খুঁজে পান। একটি ব্যাগের মধ্যে বইটি ছিল। মূলত বইটি লাইব্রেরিতে দান করা হয়েছিল। যদিও বইটির মূল মালিক ছিল যুক্তরাজ্যের ওই লাইব্রেরি। খুঁজে পাওয়ার পর বইটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন লেভি। বইটি ডাকযোগে যখন পাঠিয়েছেন, তখন একটি চিঠিও পাঠিয়েছেন তিনি। এতে তিনি উল্লেখ করেন, কীভাবে বইটি তাঁদের লাইব্রেরিতে এসেছে। এ প্রসঙ্গে গেইনসবোরা কমিউনিটি লাইব্রেরির তথ্যবিষয়ক উপদেষ্টা কিম রিসবি বলেন, বইটি হারিয়ে যায় এবং সেটি অনেক দূরে চলে গিয়েছিল। এভাবে বই ফেরত পাওয়ার ঘটনা সত্যিই বিস্ময়কর। বইটি ফেরত পাওয়ার বিষয়টি কিম রিসবিও প্রথমে বিশ্বাস করতে পারেননি। তাই তিনি ইন্টারনেটে খুঁজে দেখেন ওই এলাকায় একই নামে আর কোনো লাইব্রেরি আছে কি না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমিকম্পে শিক্ষার্থীরা আতঙ্কিত, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

৬০ বছর পর লাইব্রেরিতে বই ফেরত

আপডেট সময় : ১২:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২

প্রত্যাশা ডেস্ক : বিংশ শতকে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লেখকদের অন্যতম প্যাট্রিক ডেনিস। তিনি ভার্জিনিয়া রোয়ান্স ছদ্মনামেও লিখতেন। এই নামে তিনি লিখেছিলেন দ্য লাভিং কাপল। যুক্তরাজ্যের ইপসুইচের গেইনসবোরা কমিউনিটি লাইব্রেরি থেকে ১৯৫২ সালে তাঁর লেখা এই বই হারিয়ে যায়। সেই বই লাইব্রেরিটিতে ফেরত এল ৬০ বছর পরে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউপিআইয়ের খবরে বলা হয়, বইটি ফেরত দিয়েছে ক্রোয়েশিয়ার দুব্রোভনিক লাইব্রেরি। লাইব্রেরির কর্মী ভেদ্রান লেভি বইটি খুঁজে পান। একটি ব্যাগের মধ্যে বইটি ছিল। মূলত বইটি লাইব্রেরিতে দান করা হয়েছিল। যদিও বইটির মূল মালিক ছিল যুক্তরাজ্যের ওই লাইব্রেরি। খুঁজে পাওয়ার পর বইটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন লেভি। বইটি ডাকযোগে যখন পাঠিয়েছেন, তখন একটি চিঠিও পাঠিয়েছেন তিনি। এতে তিনি উল্লেখ করেন, কীভাবে বইটি তাঁদের লাইব্রেরিতে এসেছে। এ প্রসঙ্গে গেইনসবোরা কমিউনিটি লাইব্রেরির তথ্যবিষয়ক উপদেষ্টা কিম রিসবি বলেন, বইটি হারিয়ে যায় এবং সেটি অনেক দূরে চলে গিয়েছিল। এভাবে বই ফেরত পাওয়ার ঘটনা সত্যিই বিস্ময়কর। বইটি ফেরত পাওয়ার বিষয়টি কিম রিসবিও প্রথমে বিশ্বাস করতে পারেননি। তাই তিনি ইন্টারনেটে খুঁজে দেখেন ওই এলাকায় একই নামে আর কোনো লাইব্রেরি আছে কি না।