কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ওয়াজেদ আলী নামে একজনকে কুপিয়ে হত্যার দায়ে পাঁচ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ-ের আদেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মৃত বকস মন্ডলের ছেলে গোলাম মোস্তফা, জানবার, আব্দুল মান্নান মন্ডল, হান্নান ও আলাউদ্দিন। তাদের মধ্যে হান্নান পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় অপর চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ মার্চ দিবাগত রাতে জমি ক্রয় সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আসামিরা হাসুয়া, ছোরা, তরবারি, রামদা, বাঁশের লাঠি ও রড নিয়ে ওয়াজেদ আলীর ওপর আক্রমণ করেন। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন নিহতের ছেলে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ১ জানুয়ারি তদন্ত কর্মকর্তা এস আই ফয়সাল হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন।
৫ ভাইয়ের যাবজ্জীবন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ