ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

৫৭ বছরে চলে গেলেন ইংলিশ সাবেক পেসার

  • আপডেট সময় : ০৯:২৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • ৬২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : চলে গেলেন ইংল্যান্ড ও কেন্টের সাবেক পেসার অ্যালান ইগলসডেন। মাত্র ৫৭ বছর বয়সেই পরপারে পাড়ি দেন তিনি।
১৯৯৯ সালে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর এতদিন কঠিন এই রোগের সঙ্গে লড়ছিলেন।
১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে টেস্টে অভিষেক হয়েছিলেন ইগলসডেনের। মার্ক টেইলর ছিলেন তার প্রথম উইকেট শিকারে। এরপর ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজে সফরে আরও দুটি টেস্ট খেলেছিলেন তিনি। তার নামের পাশে ৬টি উইকেট রয়েছে।
এছাড়া ইংলিশদের হয়ে ৪টি ওয়ানডেতে প্রতিনিধিত্ব করেছিলেন এই ডানহাতি। পেয়েছেন ২টি উইকেট।
জাতীয় দলে সেভাবে সুযোগ না পেলেও ইংলিশ কাউন্টির প্রথম শ্রেণির ম্যাচে ছিলেন দুর্দান্ত। বিশেষ করে কেন্টের হয়ে বেশ সফল ছিলেন তিনি। প্রথম শ্রেণিতে মোট ১৫৪ ম্যাচে ৫০৩টি উইকেট দখল করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৫৭ বছরে চলে গেলেন ইংলিশ সাবেক পেসার

আপডেট সময় : ০৯:২৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : চলে গেলেন ইংল্যান্ড ও কেন্টের সাবেক পেসার অ্যালান ইগলসডেন। মাত্র ৫৭ বছর বয়সেই পরপারে পাড়ি দেন তিনি।
১৯৯৯ সালে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর এতদিন কঠিন এই রোগের সঙ্গে লড়ছিলেন।
১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে টেস্টে অভিষেক হয়েছিলেন ইগলসডেনের। মার্ক টেইলর ছিলেন তার প্রথম উইকেট শিকারে। এরপর ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজে সফরে আরও দুটি টেস্ট খেলেছিলেন তিনি। তার নামের পাশে ৬টি উইকেট রয়েছে।
এছাড়া ইংলিশদের হয়ে ৪টি ওয়ানডেতে প্রতিনিধিত্ব করেছিলেন এই ডানহাতি। পেয়েছেন ২টি উইকেট।
জাতীয় দলে সেভাবে সুযোগ না পেলেও ইংলিশ কাউন্টির প্রথম শ্রেণির ম্যাচে ছিলেন দুর্দান্ত। বিশেষ করে কেন্টের হয়ে বেশ সফল ছিলেন তিনি। প্রথম শ্রেণিতে মোট ১৫৪ ম্যাচে ৫০৩টি উইকেট দখল করেছেন।