ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

৫৫ লাখ টুইটার ব্যবহারকারীর তথ্য বিনা মূল্যে পাওয়া যাচ্ছে অনলাইনে

  • আপডেট সময় : ০৯:৫৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : প্রায় ৫৫ লাখ টুইটার ব্যবহারকারীর আইডি, প্রোফাইল ছবি, পোস্ট, ফোন নম্বর, ই–মেইল ঠিকানাসহ অবস্থানের তথ্য অনলাইন হ্যাকিং প্ল্যাটফর্মে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন একদল সাইবার অপরাধী। গত বছর টুইটারের নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে এসব তথ্য চুরি করা হয়। এর আগে তথ্যগুলো অনলাইনে ৩০ হাজার ডলারে বিক্রি করলেও এবারই প্রথম বিনা মূল্যে সবাইকে ব্যবহারের সুযোগ দিচ্ছেন সাইবার অপরাধীরা।
টুইটারের তথ্য চুরি করে অনলাইনে বিক্রির বিষয়টি প্রথম শনাক্ত করেন চাদ লোডার নামের এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। তিনি জানান, ৫৫ লাখ তথ্যের পাশাপাশি আরও প্রায় ১৪ লাখ টুইটার ব্যবহারকারীর ফোন নম্বর চুরি করেছেন সাইবার অপরাধীরা। চুরি করা ফোন নম্বরগুলো বিক্রির বদলে নিজেদের কাছে রেখেছেন সাইবার অপরাধীরা। ফলে ফোন নম্বরগুলো বিভিন্ন প্রতারণামূলক কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তথ্য চুরির বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করতে টুইটারে টুইট করার পরপরই চাদ লোডারের অ্যাকাউন্ট বাতিল করেছে টুইটার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৫৫ লাখ টুইটার ব্যবহারকারীর তথ্য বিনা মূল্যে পাওয়া যাচ্ছে অনলাইনে

আপডেট সময় : ০৯:৫৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

প্রযুক্তি ডেস্ক : প্রায় ৫৫ লাখ টুইটার ব্যবহারকারীর আইডি, প্রোফাইল ছবি, পোস্ট, ফোন নম্বর, ই–মেইল ঠিকানাসহ অবস্থানের তথ্য অনলাইন হ্যাকিং প্ল্যাটফর্মে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন একদল সাইবার অপরাধী। গত বছর টুইটারের নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে এসব তথ্য চুরি করা হয়। এর আগে তথ্যগুলো অনলাইনে ৩০ হাজার ডলারে বিক্রি করলেও এবারই প্রথম বিনা মূল্যে সবাইকে ব্যবহারের সুযোগ দিচ্ছেন সাইবার অপরাধীরা।
টুইটারের তথ্য চুরি করে অনলাইনে বিক্রির বিষয়টি প্রথম শনাক্ত করেন চাদ লোডার নামের এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। তিনি জানান, ৫৫ লাখ তথ্যের পাশাপাশি আরও প্রায় ১৪ লাখ টুইটার ব্যবহারকারীর ফোন নম্বর চুরি করেছেন সাইবার অপরাধীরা। চুরি করা ফোন নম্বরগুলো বিক্রির বদলে নিজেদের কাছে রেখেছেন সাইবার অপরাধীরা। ফলে ফোন নম্বরগুলো বিভিন্ন প্রতারণামূলক কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তথ্য চুরির বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করতে টুইটারে টুইট করার পরপরই চাদ লোডারের অ্যাকাউন্ট বাতিল করেছে টুইটার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া