গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফুলছড়ি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান ওরফে আক্তার হোসেনকে (৪৫) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের তথ্য জানানো হয়। ওই চিঠিতে বলা হয়, ‘‘চাঁদাবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আক্তারুজ্জামানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।’’