ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

৫০ লাখ গ্রাহককে ফ্রি ডেটা ও টক টাইম দেবে বাংলালিংক

  • আপডেট সময় : ১১:২৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • ১৭১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক করোনা মহামারিতে চলাচলের বিধিনিষেধ ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে যেসব গ্রাহক সম্প্রতি মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ করতে পারেননি তাদের জন্য বিশেষ ভয়েস কলিং এবং ডেটা অফার চালু করেছে। বাংলালিংক-এর প্রায় ৫০ লক্ষ প্রিপেইড গ্রাহক এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।
যেসব গ্রাহক ১৫ এপ্রিল, ২০২১-এর পর অ্যাকাউন্ট রিচার্জ না করার ফলে তাদের বাংলালিংক সিম ব্যবহার করতে পারেননি তারা প্রত্যেকে বিনা মূল্যে ১০ মিনিট টকটাইম এবং ১০০ এমবি ডেটা ব্যবহার করতে পারবেন। ৭ দিন মেয়াদের এই অফারটি পেতে হলে গ্রাহকদের ডায়াল করতে হবে *৮৮৮#। অফারটি নেওয়া যাবে ৩১ মে, ২০২১ পর্যন্ত। বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সৌরভ প্রকাশ খারে বলেন, ‘দেশব্যাপী চলাচলের বিধিনিষেধের ফলে আমাদের কিছু গ্রাহক রিচার্জ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদের অবস্থা বিবেচনা করে আমরা এই বিশেষ অফারটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি। চলমান পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদার প্রতি আমরা সতর্কভাবে লক্ষ্য রাখছি। গ্রাহকরা যাতে ডিজিটাল উপায়ে তাদের পরিবার ও নিকটজনের সাথে যুক্ত থাকতে পারে সে জন্য আমরা বিশেষ সুবিধা দেওয়া অব্যাহত রাখবো।’ সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে করোনা পরিস্থিতিতে বিশেষ সুবিধা দিয়ে গ্রাহকদের পাশে থাকতে বাংলালিংক প্রতিজ্ঞাবদ্ধ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৫০ লাখ গ্রাহককে ফ্রি ডেটা ও টক টাইম দেবে বাংলালিংক

আপডেট সময় : ১১:২৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১

প্রযুক্তি ডেস্ক : দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক করোনা মহামারিতে চলাচলের বিধিনিষেধ ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে যেসব গ্রাহক সম্প্রতি মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ করতে পারেননি তাদের জন্য বিশেষ ভয়েস কলিং এবং ডেটা অফার চালু করেছে। বাংলালিংক-এর প্রায় ৫০ লক্ষ প্রিপেইড গ্রাহক এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।
যেসব গ্রাহক ১৫ এপ্রিল, ২০২১-এর পর অ্যাকাউন্ট রিচার্জ না করার ফলে তাদের বাংলালিংক সিম ব্যবহার করতে পারেননি তারা প্রত্যেকে বিনা মূল্যে ১০ মিনিট টকটাইম এবং ১০০ এমবি ডেটা ব্যবহার করতে পারবেন। ৭ দিন মেয়াদের এই অফারটি পেতে হলে গ্রাহকদের ডায়াল করতে হবে *৮৮৮#। অফারটি নেওয়া যাবে ৩১ মে, ২০২১ পর্যন্ত। বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সৌরভ প্রকাশ খারে বলেন, ‘দেশব্যাপী চলাচলের বিধিনিষেধের ফলে আমাদের কিছু গ্রাহক রিচার্জ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদের অবস্থা বিবেচনা করে আমরা এই বিশেষ অফারটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি। চলমান পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদার প্রতি আমরা সতর্কভাবে লক্ষ্য রাখছি। গ্রাহকরা যাতে ডিজিটাল উপায়ে তাদের পরিবার ও নিকটজনের সাথে যুক্ত থাকতে পারে সে জন্য আমরা বিশেষ সুবিধা দেওয়া অব্যাহত রাখবো।’ সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে করোনা পরিস্থিতিতে বিশেষ সুবিধা দিয়ে গ্রাহকদের পাশে থাকতে বাংলালিংক প্রতিজ্ঞাবদ্ধ।