নিজস্ব প্রতিবেদক : ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ বুধবার শোভাযাত্রা বের করবে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ। বুধবার সকালে বিমানবন্দর এলাকায় এই শোভাযাত্রা করবে সংস্থাটি।
গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ বছর ৪ জানুয়ারি গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। বিমানের সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় আজ বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনব্যাপী অন্যান্য আয়োজনের পাশাপাশি বুধবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি বিমানের প্রধান কার্যালয় বলাকা থেকে শুরু হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর হয়ে অভ্যন্তরীণ টার্মিনালের পাশ দিয়ে ভিভিআইপি টার্মিনালের রাস্তা হয়ে বলাকায় এসে শেষ হবে।
৫০ বছর পূর্তি উপলক্ষে বিমান বাংলাদেশের শোভাযাত্রা আজ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ