ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৫০ বছর পূর্তিতে চট্টগ্রামে গাইবে সোলস

  • আপডেট সময় : ০৮:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দেখতে দেখতে সোলস ব্যান্ডের আত্মপ্রকাশের ৫০ বছর হয়ে গেল। পথ চলার এই মাইলফলক ছুঁয়ে আপ্লুত গানের এই দলটি। তারা এ উপলক্ষে জন্মস্থান চট্টগ্রামেই গাইতে চলেছে আনপ্লাগড কনসার্টে। আগামী ২ মে র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হবে ‘সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ শিরোনামের কনসার্টটি। মাস্টার কার্ড প্রেজেন্টস এই কনসার্টটির আয়োজন করছে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স। এই কনসার্টের বিস্তারিত তুলে ধরে গতকাল র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেঘলা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া, কিবোর্ডিস্ট মীর মাসুম, বেজ গিটারিস্ট মারুফ হাসান রিয়েল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের সিইও মনজুমা মুর্শেদসহ অনেকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কনসার্টে ভক্তরা উপভোগ করবেন ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর সরল, আনপ্লাগড পরিবেশনা। এটি শুধু একটি কনসার্ট নয়, এটি একটি অনুভূতির যাত্রা; যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং যার ধ্বনি এখনো অনুরণিত হয় প্রতিটি শ্রোতার হৃদয়ে। আয়োজকেরা জানিয়েছেন, যারা সোলসের গান শুনে বড় হয়েছেন এবং এখনো ব্যান্ডটিকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সেই সব প্রজন্মের প্রতি এই ঐতিহাসিক সন্ধ্যা উৎসর্গ করা হচ্ছে। ২ মে শুক্রবার রাত ৮টায় কনসার্ট শুরু হবে। আজ থেকে শুরু হচ্ছে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টাকা। পাওয়া যাবে এই ঠিকানায়। প্রসঙ্গত, চট্টগ্রামে ১৯৭৩ সালে আনুষ্ঠানিক যাত্রা করে সোলস ব্যান্ড। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর সময়ের স্রোতে ভেসে সোলস পরিণত হয়েছে দেশের তুমুল জনপ্রিয় একটি ব্যান্ডে। বর্তমানে এই ব্যান্ডের দলনেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন পার্থ বড়ুয়া।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পূর্তিতে চট্টগ্রামে গাইবে সোলস

আপডেট সময় : ০৮:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক: দেখতে দেখতে সোলস ব্যান্ডের আত্মপ্রকাশের ৫০ বছর হয়ে গেল। পথ চলার এই মাইলফলক ছুঁয়ে আপ্লুত গানের এই দলটি। তারা এ উপলক্ষে জন্মস্থান চট্টগ্রামেই গাইতে চলেছে আনপ্লাগড কনসার্টে। আগামী ২ মে র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হবে ‘সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ শিরোনামের কনসার্টটি। মাস্টার কার্ড প্রেজেন্টস এই কনসার্টটির আয়োজন করছে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স। এই কনসার্টের বিস্তারিত তুলে ধরে গতকাল র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেঘলা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া, কিবোর্ডিস্ট মীর মাসুম, বেজ গিটারিস্ট মারুফ হাসান রিয়েল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের সিইও মনজুমা মুর্শেদসহ অনেকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কনসার্টে ভক্তরা উপভোগ করবেন ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর সরল, আনপ্লাগড পরিবেশনা। এটি শুধু একটি কনসার্ট নয়, এটি একটি অনুভূতির যাত্রা; যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং যার ধ্বনি এখনো অনুরণিত হয় প্রতিটি শ্রোতার হৃদয়ে। আয়োজকেরা জানিয়েছেন, যারা সোলসের গান শুনে বড় হয়েছেন এবং এখনো ব্যান্ডটিকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সেই সব প্রজন্মের প্রতি এই ঐতিহাসিক সন্ধ্যা উৎসর্গ করা হচ্ছে। ২ মে শুক্রবার রাত ৮টায় কনসার্ট শুরু হবে। আজ থেকে শুরু হচ্ছে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টাকা। পাওয়া যাবে এই ঠিকানায়। প্রসঙ্গত, চট্টগ্রামে ১৯৭৩ সালে আনুষ্ঠানিক যাত্রা করে সোলস ব্যান্ড। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর সময়ের স্রোতে ভেসে সোলস পরিণত হয়েছে দেশের তুমুল জনপ্রিয় একটি ব্যান্ডে। বর্তমানে এই ব্যান্ডের দলনেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন পার্থ বড়ুয়া।