ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

৫০ কোটি বাজেটের সিনেমা ২০০ কোটির ক্লাবে!

  • আপডেট সময় : ১০:৩৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: আলোড়ন সৃষ্টি করেছে তেলেগু সিনেমা ‘হনুমান’। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারহিরো ঘরানার এই ছবির গল্প বেশ পছন্দ করেছে সাধারণ মানুষ। শুধু তাই নয়, মাত্র ৫০ কোটি রুপি (প্রিন্ট ও প্রচারণা খরচ সহ) বাজেটে তৈরি এই ছবি এখন টক্কর দিচ্ছে ‘বাহুবলী’, ‘কানতারা’, ‘কেজিএফ’ মত সিনেমাদেরও।
মুক্তির পর থেকেই বেশ বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে তেলেগু অভিনেতা তেজা সাজ্জা অভিনীত এই ছবি। বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তি মাত্র ১০ দিনেই বিশ্বব্যাপী ছবিটি ১৭৭ কোটি রুপি ঘরে তুলছে। ছবিটির আয়ের বিষয়ে ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালান মনে করছেন যে, “২০০ কোটির ক্লাবে নাম লেখাতে আর খুব বেশী দেরি নেই এই ‘হনুমান’ ছবি।” এমনকি বলিউডের স্টার কাস্ট সিনেমা ‘মেরি ক্রিসমাস’কেও টেক্কা দিচ্ছে এই সিনেমা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তেজা সাজ্জা বলেন, ‘একটি সুপারহিরো চলচ্চিত্র করার ধারণা আমার কাছে খুবই উত্তেজনাপূর্ণ ছিল। এই সিনেমায় ছোট একটি ছেলে ভগবান হনুমানের কৃপায় পরাশক্তি পায়। তারপর সে কীভাবে মানুষ এবং তার ধর্মের জন্য লড়াই করে তাই বলা হয়েছে সিনেমাটির গল্পে।’প্রশান্ত ভার্মা পরিচালিত ‘হনুমান’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গেছে তেজা সাজ্জাকে। এছাড়াও অন্যান্য ভূমিকায় দেখা গেছে অমৃতা আইয়ার, ভারলক্ষ্মী শরতকুমার, বিনয় রাই এবং রাজ দীপক শেঠির মত অভিনেতাদের।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৫০ কোটি বাজেটের সিনেমা ২০০ কোটির ক্লাবে!

আপডেট সময় : ১০:৩৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: আলোড়ন সৃষ্টি করেছে তেলেগু সিনেমা ‘হনুমান’। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারহিরো ঘরানার এই ছবির গল্প বেশ পছন্দ করেছে সাধারণ মানুষ। শুধু তাই নয়, মাত্র ৫০ কোটি রুপি (প্রিন্ট ও প্রচারণা খরচ সহ) বাজেটে তৈরি এই ছবি এখন টক্কর দিচ্ছে ‘বাহুবলী’, ‘কানতারা’, ‘কেজিএফ’ মত সিনেমাদেরও।
মুক্তির পর থেকেই বেশ বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে তেলেগু অভিনেতা তেজা সাজ্জা অভিনীত এই ছবি। বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তি মাত্র ১০ দিনেই বিশ্বব্যাপী ছবিটি ১৭৭ কোটি রুপি ঘরে তুলছে। ছবিটির আয়ের বিষয়ে ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালান মনে করছেন যে, “২০০ কোটির ক্লাবে নাম লেখাতে আর খুব বেশী দেরি নেই এই ‘হনুমান’ ছবি।” এমনকি বলিউডের স্টার কাস্ট সিনেমা ‘মেরি ক্রিসমাস’কেও টেক্কা দিচ্ছে এই সিনেমা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তেজা সাজ্জা বলেন, ‘একটি সুপারহিরো চলচ্চিত্র করার ধারণা আমার কাছে খুবই উত্তেজনাপূর্ণ ছিল। এই সিনেমায় ছোট একটি ছেলে ভগবান হনুমানের কৃপায় পরাশক্তি পায়। তারপর সে কীভাবে মানুষ এবং তার ধর্মের জন্য লড়াই করে তাই বলা হয়েছে সিনেমাটির গল্পে।’প্রশান্ত ভার্মা পরিচালিত ‘হনুমান’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গেছে তেজা সাজ্জাকে। এছাড়াও অন্যান্য ভূমিকায় দেখা গেছে অমৃতা আইয়ার, ভারলক্ষ্মী শরতকুমার, বিনয় রাই এবং রাজ দীপক শেঠির মত অভিনেতাদের।