ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

৪-১০ জুন দেশজুড়ে ‘বুস্টার ডোজ’ সপ্তাহ

  • আপডেট সময় : ০১:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৪ থেকে ১০ জুন দেশজুড়ে কোভিড টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দ্বিতীয় ডোজ নেওয়ার পর চার মাস পার হয়েছে এমন প্রাপ্তবয়স্করা এই বিশেষ কর্মসূচিতে টিকার তৃতীয় ডোজ নিতে পারবেন। সপ্তাহ জুড়ে সব টিকা কেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। আগ্রহীরা টিকা কার্ড নিয়ে ওই সপ্তাহের যে কোনো দিন কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নিতে পারবেন। পাশাপাশি কোভিডের স্বাভাবিক টিকাদান কার্যক্রমও চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। দুই মাস পর ৮ এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। আর গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২৪ মে পর্যন্ত দেশে ১২ কোটি ৮৭ লাখ ৩১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন। তাদের মধ্যে ১১ কোটি ৭৩ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ পেয়েছেন দ্বিতীয় ডোজ। আর তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছেন ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৪-১০ জুন দেশজুড়ে ‘বুস্টার ডোজ’ সপ্তাহ

আপডেট সময় : ০১:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৪ থেকে ১০ জুন দেশজুড়ে কোভিড টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দ্বিতীয় ডোজ নেওয়ার পর চার মাস পার হয়েছে এমন প্রাপ্তবয়স্করা এই বিশেষ কর্মসূচিতে টিকার তৃতীয় ডোজ নিতে পারবেন। সপ্তাহ জুড়ে সব টিকা কেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। আগ্রহীরা টিকা কার্ড নিয়ে ওই সপ্তাহের যে কোনো দিন কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নিতে পারবেন। পাশাপাশি কোভিডের স্বাভাবিক টিকাদান কার্যক্রমও চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। দুই মাস পর ৮ এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। আর গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২৪ মে পর্যন্ত দেশে ১২ কোটি ৮৭ লাখ ৩১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন। তাদের মধ্যে ১১ কোটি ৭৩ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ পেয়েছেন দ্বিতীয় ডোজ। আর তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছেন ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ।