ক্রীড়া ডেস্ক : গ্রীষ্মের দলবদলেই সেভিয়ায় যোগ দিয়েছিলেন ইসকো। দুই পক্ষের সম্মতিতে চার মাসের মধ্যেই সমাপ্তি টানা হয়েছে চুক্তির। লা লিগার ক্লাব সেভিয়া নিজেদের ওয়েবসাইটে বুধবার বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে। রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে গত অগাস্টে দুই বছরের জন্য সেভিয়ায় যোগ দেন ইসকো। বিশ্বকাপ বিরতির আগে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯টি ম্যাচ খেলেন ৩০ বছর বয়সী এই ফুটবলার, গোল করেন একটি। রিয়ালের হয়ে পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে সাফল্যম-িত সময় পার করেন ইসকো। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগাসহ জেতেন ১৯টি শিরোপা। লম্বা সময় ধরে স্পেন দলের বাইরে আছেন ইসকো। জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন ২০১৯ সালে।