ক্রীড়া ডেস্ক: ক্যারিয়ারে অনেকটা সময়জুড়ে ধারাবাহিকতার অভাব যার ছিল বড় সমস্যা, সেই উসমান দেম্বেলেই এখন দারুণ ধারাবাহিক। চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক উপহার দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। ব্রেস্তকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও সংহত করেছে পিএসজি। প্রতিপক্ষের মাঠে শনিবার লিগ আঁর ম্যাচটি ৫-২ গোলে জিতেছে লুইস এনরিকের দল। তাদের অন্য দুটি গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোস। প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়া দেম্বেলে দ্বিতীয়ার্ধে আরও দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ দিকে গোল দুটি করেন রামোস।
চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বের শেষ রাউন্ডে গত বুধবার স্টুটগার্টের মাঠে ৪-১ গোলের জয়েও হ্যাটট্রিক করেছিলেন ২৭ বছর বয়সী দেম্বেলে।
পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৮ ম্যাচে ১৪ গোল করলেন তিনি। আর মৌসুমে ২৬ ম্যাচে তার গোল হলো ১৯টি। পেশাদার ক্যারিয়ারে এক মৌসুমে যা তার সর্বোচ্চ। এর আগে এক মৌসুমে তার সর্বোচ্চ গোল ছিল ১৪টি, ২০১৮-১৯ মৌসুমে বার্সেলোনার হয়ে ৪২ ম্যাচে। ২০১৭ সালে অনেক সম্ভাবনা নিয়ে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন দেম্বেলে।
তবে মাঝেমধ্যে প্রতিভার ঝলক দেখালেও কাতালান দলটিতে সেভাবে ধারাবাহিক হতে পারেননি কখনোই। কাম্প নউ ছেড়ে ২০২৩ সালের অগাস্টে তিনি যোগ দেন পিএসজিতে। ফরাসি দলটির হয়ে প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে গোল করতে পারেন কেবল ৬টি। সেখানে এবার ১৯ গোল হয়ে গেল তার মৌসুমের মাঝপথেই। চলতি মৌসুমে ফরাসি লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল পিএসজি। ২০ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।
পিএসজির সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ব্রেস্ত। এই মাসের মাঝামাঝি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে দুই লেগের প্লে-অফেও ব্রেস্তের মুখোমুখি হবে পিএসজি।