ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৪ ঘণ্টা বন্ধ রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ

  • আপডেট সময় : ০৩:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

রাজশাহী সংবাদদাতা : বগি লাইনচ্যুতের ঘটনার ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। উদ্ধার হয়েছে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উদ্ধারের পর বেলপুকুর থেকে তিতুমীর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন।

এর আগে সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করে সাড়ে ৬ টার দিকে বেলপুকুর রেলগেটে পৌঁছালে চার নম্বর বগি লাইনচ্যুত হয়।

এতে রেললাইনের কয়েক জায়গা ভেঙে গেছে। একই সঙ্গে স্লিপারের সঙ্গে রেললাইনকে আটকানো হুকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে একটির পর একটি হুক তুলে মেরামত করা হয়। এর আগে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ক্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।

জানা গেছে, তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হলে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি ও সিল্কসিটি এক্সপ্রেসসহ তিনটি ট্রেন বন্ধ করে দেওয়া হয়। এতে করে স্টেশনে থাকা যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। তবে রেল সংশ্লিষ্টরা বলছেন, লাইনচ্যুত হওয়া বকি উদ্ধার হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পর্যায়ক্রমে সব ট্রেন এখন ছেড়ে যাবে।

সবুজ ইসমালসহ কয়েকজন ট্রেনে যাত্রী বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বেলপুকুর এলাকায়া লাইনচ্যুত হয়ে বিকট শব্দ হয়। প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে। এতে করে লাইনচ্যুত হওয়া বগিটির মধ্যে ধুয়া দেখে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা।

কিছুক্ষণ পরে ট্রেনটি থেমে যায়। পরে যাত্রীরা ট্রেনের নিচে নেমে আসে। রেল বিভাগ জানিয়েছে, ১১টা বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে সকালে। পথে বেলপুকুর এলাকায় আসলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি থেমে যায়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে।

পাকশী রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল ট্রান্সপোর্ট ম্যানেজার হাসিনা খাতুন বলেন, ট্রেনটি উদ্ধারের পরে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। কেন বগি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

 

 

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৪ ঘণ্টা বন্ধ রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ

আপডেট সময় : ০৩:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

রাজশাহী সংবাদদাতা : বগি লাইনচ্যুতের ঘটনার ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। উদ্ধার হয়েছে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উদ্ধারের পর বেলপুকুর থেকে তিতুমীর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন।

এর আগে সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করে সাড়ে ৬ টার দিকে বেলপুকুর রেলগেটে পৌঁছালে চার নম্বর বগি লাইনচ্যুত হয়।

এতে রেললাইনের কয়েক জায়গা ভেঙে গেছে। একই সঙ্গে স্লিপারের সঙ্গে রেললাইনকে আটকানো হুকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে একটির পর একটি হুক তুলে মেরামত করা হয়। এর আগে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ক্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।

জানা গেছে, তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হলে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি ও সিল্কসিটি এক্সপ্রেসসহ তিনটি ট্রেন বন্ধ করে দেওয়া হয়। এতে করে স্টেশনে থাকা যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। তবে রেল সংশ্লিষ্টরা বলছেন, লাইনচ্যুত হওয়া বকি উদ্ধার হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পর্যায়ক্রমে সব ট্রেন এখন ছেড়ে যাবে।

সবুজ ইসমালসহ কয়েকজন ট্রেনে যাত্রী বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বেলপুকুর এলাকায়া লাইনচ্যুত হয়ে বিকট শব্দ হয়। প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে। এতে করে লাইনচ্যুত হওয়া বগিটির মধ্যে ধুয়া দেখে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা।

কিছুক্ষণ পরে ট্রেনটি থেমে যায়। পরে যাত্রীরা ট্রেনের নিচে নেমে আসে। রেল বিভাগ জানিয়েছে, ১১টা বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে সকালে। পথে বেলপুকুর এলাকায় আসলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি থেমে যায়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে।

পাকশী রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল ট্রান্সপোর্ট ম্যানেজার হাসিনা খাতুন বলেন, ট্রেনটি উদ্ধারের পরে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। কেন বগি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।