ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

৪৯-এ পা রেখেও সবার নজরে মালাইকা!

  • আপডেট সময় : ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : বয়স যে শুধু মাত্র সংখ্যা, ৪৯ এ পা রেখেও সেটি প্রমাণ করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। অভিনেত্রীর ফিটনেস দেখে এখনও ধারণা করা মুশকিল তার আসল বয়স সম্পর্কে। আর তাইতো আট থেকে আশি সবারই চোখ আটকে যায় বলিউডের এই আইটেম গার্লকে দেখে। গতকাল রোবার (২৩ অক্টোবর) অভিনেত্রীর জন্মদিনের প্রথম প্রহরেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা ও তার প্রেমিক অর্জুন কাপুর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দুজনের চমৎকার একটি মিরর সেলফি প্রকাশ করে অর্জুন লিখেছেন, ‘দ্য ইন টু মাই ইয়াং। হ্যাপি বার্থ ডে বেবি। তুমি ঠিক যেমন, সেরকমই থাকো। খুশি থাকো আর আমার থাকো’। অর্জুন থেকে ১১ বছরের বড় মালাইকা। তবে সেটির কারণে তাদের সম্পর্কের উপর কখনো কোন প্রভাব পড়েনি। বরং, বলিউডের ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ কাপল তারা। সোশ্যাল হ্যান্ডেলে বরাবরই একে-অপরকে কমপ্লিমেন্ট করেন দুজন। পাশাপাশি হাজারও ব্যস্ততার মাঝেও একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন তারা। ৯০ দশক থেকেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা ড্যান্সারদের তালিকায় নাম রয়েছে মালাইকার। বলিউডকে তিনি উপহার দিয়েছেন ‘ছাইয়া ছাইয়া’, ‘মাহি বে’, ‘মুন্নি বদনাম হুয়ি’-র মতো একাধিক আইটেম ডান্স নম্বর। এছাড়াও জনপ্রিয় বিভিন্ন রিয়েলিটি শো সহ ফ্যাশন শোতে দেখা যায় এই অভিনেত্রীকে।
জেনে অনেকেই অবাক হবেন, ২০২১ সালে মালাইকার সম্পত্তির পরিমাণ যেখানে ৭৫ কোটি ছিল, ২০২২ সালে এসে তা ১০০ কোটিতে ঠেকেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গেছে, একটা আইটেম ডান্সের জন্য ১.৫ কোটি টাকা নেন মালাইকা। যা কিনা অনেক নায়িকা সিনেমাতে অভিনয় করেও উপার্জন করতে পারেন না। এছাড়া একটি ফ্যাশন শোয়ে অংশ নেওয়ার জন্য মালাইকা নিয়ে থাকেন ২ থেকে ৫-৬ লক্ষ। রিয়েলিটি শোয়ের পার এপিসোডও লাখের কাছাকাছিই চার্জ করেন এই বলি-সুন্দরী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৯-এ পা রেখেও সবার নজরে মালাইকা!

আপডেট সময় : ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

বিনোদন প্রতিবেদক : বয়স যে শুধু মাত্র সংখ্যা, ৪৯ এ পা রেখেও সেটি প্রমাণ করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। অভিনেত্রীর ফিটনেস দেখে এখনও ধারণা করা মুশকিল তার আসল বয়স সম্পর্কে। আর তাইতো আট থেকে আশি সবারই চোখ আটকে যায় বলিউডের এই আইটেম গার্লকে দেখে। গতকাল রোবার (২৩ অক্টোবর) অভিনেত্রীর জন্মদিনের প্রথম প্রহরেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা ও তার প্রেমিক অর্জুন কাপুর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দুজনের চমৎকার একটি মিরর সেলফি প্রকাশ করে অর্জুন লিখেছেন, ‘দ্য ইন টু মাই ইয়াং। হ্যাপি বার্থ ডে বেবি। তুমি ঠিক যেমন, সেরকমই থাকো। খুশি থাকো আর আমার থাকো’। অর্জুন থেকে ১১ বছরের বড় মালাইকা। তবে সেটির কারণে তাদের সম্পর্কের উপর কখনো কোন প্রভাব পড়েনি। বরং, বলিউডের ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ কাপল তারা। সোশ্যাল হ্যান্ডেলে বরাবরই একে-অপরকে কমপ্লিমেন্ট করেন দুজন। পাশাপাশি হাজারও ব্যস্ততার মাঝেও একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন তারা। ৯০ দশক থেকেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা ড্যান্সারদের তালিকায় নাম রয়েছে মালাইকার। বলিউডকে তিনি উপহার দিয়েছেন ‘ছাইয়া ছাইয়া’, ‘মাহি বে’, ‘মুন্নি বদনাম হুয়ি’-র মতো একাধিক আইটেম ডান্স নম্বর। এছাড়াও জনপ্রিয় বিভিন্ন রিয়েলিটি শো সহ ফ্যাশন শোতে দেখা যায় এই অভিনেত্রীকে।
জেনে অনেকেই অবাক হবেন, ২০২১ সালে মালাইকার সম্পত্তির পরিমাণ যেখানে ৭৫ কোটি ছিল, ২০২২ সালে এসে তা ১০০ কোটিতে ঠেকেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গেছে, একটা আইটেম ডান্সের জন্য ১.৫ কোটি টাকা নেন মালাইকা। যা কিনা অনেক নায়িকা সিনেমাতে অভিনয় করেও উপার্জন করতে পারেন না। এছাড়া একটি ফ্যাশন শোয়ে অংশ নেওয়ার জন্য মালাইকা নিয়ে থাকেন ২ থেকে ৫-৬ লক্ষ। রিয়েলিটি শোয়ের পার এপিসোডও লাখের কাছাকাছিই চার্জ করেন এই বলি-সুন্দরী।