নিজস্ব প্রতিবেদক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষা ১৮ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৬ জানুয়ারি।
সাধারণ ক্যাডারের ৩৯০ জন, কারিগরি/পেশাগত ক্যাডারের ৭৩৮ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ১৩৩ জন প্রার্থীসহ মোট এক হাজার ৩৬১ জন প্রার্থীর পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk. com.bd) পাওয়া যাবে।
গত ২৭ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে চার হাজার ৪২ জন উত্তীর্ণ হয়েছেন।
ওআ/আপ্র/০১/০১/২০২৫
















