ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

৪৪ বছর পূর্তিতে মঞ্চে ‘বোধ’

  • আপডেট সময় : ১০:৩১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ‘নাটক জীবন থেকে আলাদা কিছু নয়’—এই স্লোগান নিয়ে ১৯৭৮ সালের ১৮ জুন যাত্রা শুরু করে সংলাপ গ্রুপ থিয়েটার। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বিভিন্ন নাট্য প্রযোজনা উপহার দিয়ে চলেছে দর্শকদের। আগামী ১৮ জুন ৪৪ বছর পূর্ণ করতে যাচ্ছে দলটি।
সংলাপ গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক মাসুদ আলম বাবু বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বিভিন্ন নাট্য প্রযোজনা উপহার দিয়ে চলেছে সংলাপ। অগনিত দর্শক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের অনুপ্রেরণা ও ভালোবাসায় সুদীর্ঘ পথ পড়ি দিতে সক্ষম হয়েছে। তাই দিবসটি স্মরণ করার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে।’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করেছেন সংলাপ গ্রুপ থিয়েটার। এদিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে সংলাপের ২৬তম প্রযোজনা ‘বোধ’। মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন স্বপন দাস। নির্দেশনায় রয়েছেন মোস্তফা হীরা।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মো. হাবীবুর রহমান, মঈনুদ্দীন হাসান খোকন, হিমা মৃধা সোমা, শাকিল আহমেদ, মো. মাইনুল ইসলাম। নাটকটির পোশাক পরিকল্পনা করেছেন চিঠি হাবীব ও সেলিনা আক্তার প্রিয়া, কোরিওগ্রাফি রবিন বসাক, মঞ্চ ও আলোক পরিকল্পনায় পলাশ হেনড্রি সেন, আলোক প্রক্ষেপক ও আবহ সংগীত প্রয়োগ সেলিনা আক্তার প্রিয়া ও ওয়ালিদ আহমাদ চৌধুরী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

৪৪ বছর পূর্তিতে মঞ্চে ‘বোধ’

আপডেট সময় : ১০:৩১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

বিনোদন ডেস্ক : ‘নাটক জীবন থেকে আলাদা কিছু নয়’—এই স্লোগান নিয়ে ১৯৭৮ সালের ১৮ জুন যাত্রা শুরু করে সংলাপ গ্রুপ থিয়েটার। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বিভিন্ন নাট্য প্রযোজনা উপহার দিয়ে চলেছে দর্শকদের। আগামী ১৮ জুন ৪৪ বছর পূর্ণ করতে যাচ্ছে দলটি।
সংলাপ গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক মাসুদ আলম বাবু বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বিভিন্ন নাট্য প্রযোজনা উপহার দিয়ে চলেছে সংলাপ। অগনিত দর্শক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের অনুপ্রেরণা ও ভালোবাসায় সুদীর্ঘ পথ পড়ি দিতে সক্ষম হয়েছে। তাই দিবসটি স্মরণ করার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে।’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করেছেন সংলাপ গ্রুপ থিয়েটার। এদিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে সংলাপের ২৬তম প্রযোজনা ‘বোধ’। মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন স্বপন দাস। নির্দেশনায় রয়েছেন মোস্তফা হীরা।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মো. হাবীবুর রহমান, মঈনুদ্দীন হাসান খোকন, হিমা মৃধা সোমা, শাকিল আহমেদ, মো. মাইনুল ইসলাম। নাটকটির পোশাক পরিকল্পনা করেছেন চিঠি হাবীব ও সেলিনা আক্তার প্রিয়া, কোরিওগ্রাফি রবিন বসাক, মঞ্চ ও আলোক পরিকল্পনায় পলাশ হেনড্রি সেন, আলোক প্রক্ষেপক ও আবহ সংগীত প্রয়োগ সেলিনা আক্তার প্রিয়া ও ওয়ালিদ আহমাদ চৌধুরী।