ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

৪৩তম বিসিএসের প্রিলিতে শ্রুতিলেখক দেবে পিএসসি

  • আপডেট সময় : ১১:৪৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ২৯ অক্টোবর থেকে শুরু হবে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় যাদের শ্রুতিলেখকের প্রয়োজন তাদের আবেদন করতে বলেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল মঙ্গলবার পিএসসি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, ২৯ অক্টোবর থেকে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন হবে পিএসসি থেকে তাদের শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হবে।
এ বিষয়ে ৯ সেপ্টেম্বর অফিস চলাকালীন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর আবেদন করতে বলা হয়েছে।
আবেদনের জন্য যা জমা দিতে হবে : অনলাইনে আবেদনপত্রের কপি এবং অ্যাডমিট কার্ড, প্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতিলেখকের প্রয়োজন সম্পর্কে সিভিল সার্জন দ্বারা প্রদত্ত ডাক্তারি প্রত্যয়নপত্র ও সংশ্লিষ্টের প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে বলা হয়েছে। এসব কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে অফিস চলাকালীন আবেদন করতে হবে। আবেদন করা না হলে শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হবে না। আবেদনকারী প্রার্থীকে কেবল পিএসসি হতে দেওয়া অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। এদিকে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

৪৩তম বিসিএসের প্রিলিতে শ্রুতিলেখক দেবে পিএসসি

আপডেট সময় : ১১:৪৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : ২৯ অক্টোবর থেকে শুরু হবে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় যাদের শ্রুতিলেখকের প্রয়োজন তাদের আবেদন করতে বলেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল মঙ্গলবার পিএসসি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, ২৯ অক্টোবর থেকে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন হবে পিএসসি থেকে তাদের শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হবে।
এ বিষয়ে ৯ সেপ্টেম্বর অফিস চলাকালীন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর আবেদন করতে বলা হয়েছে।
আবেদনের জন্য যা জমা দিতে হবে : অনলাইনে আবেদনপত্রের কপি এবং অ্যাডমিট কার্ড, প্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতিলেখকের প্রয়োজন সম্পর্কে সিভিল সার্জন দ্বারা প্রদত্ত ডাক্তারি প্রত্যয়নপত্র ও সংশ্লিষ্টের প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে বলা হয়েছে। এসব কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে অফিস চলাকালীন আবেদন করতে হবে। আবেদন করা না হলে শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হবে না। আবেদনকারী প্রার্থীকে কেবল পিএসসি হতে দেওয়া অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। এদিকে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।