ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

বেসরকারি স্কুলে শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছেন ৪১ হাজার ৬২৬ জন

  • আপডেট সময় : ০৪:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগে সুপারিশ পেয়েছেন ৪১ হাজার ৬২৬ জন প্রার্থী।

পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায় তারা সংশ্লিষ্ট স্কুলে যোগ দেবেন বলে মঙ্গলবার (১৯ আগস্ট) জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করা এসব প্রার্থীর ফলাফল এনটিআরসিএ এর ওয়েবসাইটের  (www.ntrca.gov.bd) ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫ নামের সেবা বক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে।
এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে নিয়োগ পেতে আবেদন করা ৫৭ হাজার প্রার্থীর মধ্যে ৪১ হাজার ৬২৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম একটি সংবাদমাধ্যমকে বলেন বলেন, তারা স্কুলে যোগ দিয়ে ক্লাস করাতে থাকবেন। একই সঙ্গে তাদের পুলিশ ভেরিফিকেশন চলবে। বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক অনুষ্ঠানে অটোমেশনের মাধ্যমে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রস্তুত ও প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হয়। এর মাধ্যমে দেশে কর্মসংস্থানে ‘ইতিহাস সৃষ্টির’ দাবি করে তিনি বলেন, একই সঙ্গে অটোমেশনের মাধ্যমে ৪১ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ আর কোনো বিভাগ বা মন্ত্রণালয় করেছে কি না আমার জানা নেই। এর মাধ্যমে ইতিহাসে সৃষ্টি হল।
বিভিন্ন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য থাকা এক লাখ ৮২২টি শিক্ষক পদে নিয়োগে গত ১৬ জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন গ্রহণ করে এনটিআরসিএ। অনলাইনের মাধ্যমে শিক্ষক হিসেবে নিবন্ধনের সুপারিশ পাওয়া প্রার্থীরা গত জুলাইয়ে এ আবেদন করেছিলেন। তাদের বয়সসীমা ছিল ৩৫ বছর।
এনটিআরসিএ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে তাদের নিয়োগে সুপারিশ করা হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে প্রবেশ পর্যায়ের পদে তারা নিয়োগ পাবেন। নির্বাচিত প্রার্থীরা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানরা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

এসি/সানা/১৯/০৮/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বেসরকারি স্কুলে শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছেন ৪১ হাজার ৬২৬ জন

আপডেট সময় : ০৪:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগে সুপারিশ পেয়েছেন ৪১ হাজার ৬২৬ জন প্রার্থী।

পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায় তারা সংশ্লিষ্ট স্কুলে যোগ দেবেন বলে মঙ্গলবার (১৯ আগস্ট) জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করা এসব প্রার্থীর ফলাফল এনটিআরসিএ এর ওয়েবসাইটের  (www.ntrca.gov.bd) ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫ নামের সেবা বক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে।
এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে নিয়োগ পেতে আবেদন করা ৫৭ হাজার প্রার্থীর মধ্যে ৪১ হাজার ৬২৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম একটি সংবাদমাধ্যমকে বলেন বলেন, তারা স্কুলে যোগ দিয়ে ক্লাস করাতে থাকবেন। একই সঙ্গে তাদের পুলিশ ভেরিফিকেশন চলবে। বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক অনুষ্ঠানে অটোমেশনের মাধ্যমে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রস্তুত ও প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হয়। এর মাধ্যমে দেশে কর্মসংস্থানে ‘ইতিহাস সৃষ্টির’ দাবি করে তিনি বলেন, একই সঙ্গে অটোমেশনের মাধ্যমে ৪১ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ আর কোনো বিভাগ বা মন্ত্রণালয় করেছে কি না আমার জানা নেই। এর মাধ্যমে ইতিহাসে সৃষ্টি হল।
বিভিন্ন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য থাকা এক লাখ ৮২২টি শিক্ষক পদে নিয়োগে গত ১৬ জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন গ্রহণ করে এনটিআরসিএ। অনলাইনের মাধ্যমে শিক্ষক হিসেবে নিবন্ধনের সুপারিশ পাওয়া প্রার্থীরা গত জুলাইয়ে এ আবেদন করেছিলেন। তাদের বয়সসীমা ছিল ৩৫ বছর।
এনটিআরসিএ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে তাদের নিয়োগে সুপারিশ করা হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে প্রবেশ পর্যায়ের পদে তারা নিয়োগ পাবেন। নির্বাচিত প্রার্থীরা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানরা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

এসি/সানা/১৯/০৮/২০২৫