ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

৪০ বার হজ করা ১৪২ বছরের হাজির মৃত্যু

  • আপডেট সময় : ০৯:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদির সবচেয়ে প্রবীণ ব্যক্তি নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৪২ বছর বয়সী এই বৃদ্ধ তার জীবদ্দশায় ৪০ বারেরও বেশি পবিত্র হজ পালন করেছেন।

রোববার (১১ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দাহরান আল জাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রায় ৭ হাজার মানুষ অংশ নেন। পরে তাকে তার নিজ গ্রাম আল রশিদে দাফন করা হয়।

জানা গেছে, নাসের বিন রাদান অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। পবিত্র কাবা শরিফ ও হজের প্রতি তার ছিল গভীর অনুরাগ। দীর্ঘ জীবনে শারীরিক সক্ষমতা বজায় রেখে তিনি ৪০ বারের বেশি হজ সম্পন্ন করেছেন, যা স্থানীয়দের কাছে এক অনন্য নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

মৃত্যুকালে তিনি সন্তান ও নাতি-নাতনিসহ মোট ১৩৪ জন বংশধর রেখে গেছেন। তার জীবনের আরেকটি বিস্ময়কর অধ্যায় হলো, ১১০ বছর বয়সে তিনি সর্বশেষ বিয়ে করেছিলেন এবং সেই বয়সেও তিনি এক কন্যাসন্তানের বাবা হন।

নাসের বিন রাদান আধুনিক সৌদি আরব রাষ্ট্র হিসেবে একীভূত হওয়ার আগেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত সবার শাসনামল প্রত্যক্ষ করেছেন।

সূত্র : গালফ নিউজ

ওআ/আপ্র/১২/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৪০ বার হজ করা ১৪২ বছরের হাজির মৃত্যু

আপডেট সময় : ০৯:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: সৌদির সবচেয়ে প্রবীণ ব্যক্তি নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৪২ বছর বয়সী এই বৃদ্ধ তার জীবদ্দশায় ৪০ বারেরও বেশি পবিত্র হজ পালন করেছেন।

রোববার (১১ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দাহরান আল জাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রায় ৭ হাজার মানুষ অংশ নেন। পরে তাকে তার নিজ গ্রাম আল রশিদে দাফন করা হয়।

জানা গেছে, নাসের বিন রাদান অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। পবিত্র কাবা শরিফ ও হজের প্রতি তার ছিল গভীর অনুরাগ। দীর্ঘ জীবনে শারীরিক সক্ষমতা বজায় রেখে তিনি ৪০ বারের বেশি হজ সম্পন্ন করেছেন, যা স্থানীয়দের কাছে এক অনন্য নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

মৃত্যুকালে তিনি সন্তান ও নাতি-নাতনিসহ মোট ১৩৪ জন বংশধর রেখে গেছেন। তার জীবনের আরেকটি বিস্ময়কর অধ্যায় হলো, ১১০ বছর বয়সে তিনি সর্বশেষ বিয়ে করেছিলেন এবং সেই বয়সেও তিনি এক কন্যাসন্তানের বাবা হন।

নাসের বিন রাদান আধুনিক সৌদি আরব রাষ্ট্র হিসেবে একীভূত হওয়ার আগেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত সবার শাসনামল প্রত্যক্ষ করেছেন।

সূত্র : গালফ নিউজ

ওআ/আপ্র/১২/০১/২০২৬