অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি তিনটি হলো : মেট্রো স্পিনিং, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং ম্যাকসন্স স্পিনিং। আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) কোম্পানিগুলোর ক্রেডিট রেটিং নির্ণয় করেছে। মেট্রো স্পিনিংয়ের দীর্ঘমেয়াদি রেটিং হয়েছে ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদি রেটিং হয়েছে ‘এসটি-৩’। রিপাবলিক ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদি রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ম্যাকসন্স স্পিনিংয়ের দীর্ঘমেয়াদি রেটিং হয়েছে ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদি রেটিং হয়েছে এসটি-৩।