ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

৩ খুনের ঘটনায় গ্রেপ্তার দুইজন

  • আপডেট সময় : ০৬:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ৩৪ বার পড়া হয়েছে

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুর জেলার কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে তিন খুনের ঘটনায় কালকিনি থানায় পৃথক ২টি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিববার। এ দুই মামলায় প্রধান আসামি করা হয়েছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে। ঘটনায় সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন মতু নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। দুটি হত্যা মামলার একটি দায়ের করেছেন নিহত আতাউর রহমান আক্তার শিকদারের বাবা মতিউর রহমান এবং অপর মামলাটি নিহত সিরাজ চৌকিদারের বাবা রশিদ চৌকিদার দায়ের করেন। দুই মামলায় আসামি করা হয়েছে ৯৯ জনকে।

অজ্ঞাত আসামি রয়েছে আরও দেড় শতাধিক। সোমবার রাতে কালকিনি থানায় মামলা দুটো দায়ের করা হয়। জানা গেছে, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে মাদারীপুরের বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

দীর্ঘদিন ধরে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ইউপি সদস্য আক্তার শিকদারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এই তিন জন খুন হয়েছে বলে নিহতের পরিবারের দাবি। এ ঘটনার পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাজার-ঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা এলাকায় টহল দিচ্ছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পরিবার।

মামলায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান সুমন ও দ্বিতীয় আসামি তার ছোট ভাই মশিউর রহমান রাজন। এদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে। অন্য আসামিদের মধ্যে সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন মতুকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

৩ খুনের ঘটনায় গ্রেপ্তার দুইজন

আপডেট সময় : ০৬:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুর জেলার কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে তিন খুনের ঘটনায় কালকিনি থানায় পৃথক ২টি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিববার। এ দুই মামলায় প্রধান আসামি করা হয়েছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে। ঘটনায় সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন মতু নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। দুটি হত্যা মামলার একটি দায়ের করেছেন নিহত আতাউর রহমান আক্তার শিকদারের বাবা মতিউর রহমান এবং অপর মামলাটি নিহত সিরাজ চৌকিদারের বাবা রশিদ চৌকিদার দায়ের করেন। দুই মামলায় আসামি করা হয়েছে ৯৯ জনকে।

অজ্ঞাত আসামি রয়েছে আরও দেড় শতাধিক। সোমবার রাতে কালকিনি থানায় মামলা দুটো দায়ের করা হয়। জানা গেছে, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে মাদারীপুরের বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

দীর্ঘদিন ধরে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ইউপি সদস্য আক্তার শিকদারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এই তিন জন খুন হয়েছে বলে নিহতের পরিবারের দাবি। এ ঘটনার পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাজার-ঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা এলাকায় টহল দিচ্ছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পরিবার।

মামলায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান সুমন ও দ্বিতীয় আসামি তার ছোট ভাই মশিউর রহমান রাজন। এদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে। অন্য আসামিদের মধ্যে সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন মতুকে গ্রেপ্তার করা হয়েছে।