ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

৩৯০ ভূমিহীন পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

  • আপডেট সময় : ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : মুজিববর্ষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৩৯০টি ভূমি ও গৃহহীন পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর উপলক্ষে উপজেলা শহীদ জহুরুল হক মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফটিকছড়ির ৩৯০টি পরিবারের কাছে জমির দলিল সহ ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি। এসময় ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এস.এম আলমগীর, ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর, ভূজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহীম তালুকদার, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান শোয়েব আল সালেহীন, বাগানবাজার ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশে ভূমিহীনদের নিজস্ব ঠিকানা করে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নতুন করে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ফটিকছড়ি উপজেলার ৬০০ ভূমি ও গৃহহীন পরিবারকে মুজিবর্ষের ঘর প্রদান করা হয়। মঙ্গলবার তৃতীয় পর্যায়ে ৩৯০টি বসতঘর প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফটিকছড়িতে এ পর্যন্ত ৯’শ ৯০টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন বলে জানান ইউএনও।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৯০ ভূমিহীন পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আপডেট সময় : ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২

চট্টগ্রাম প্রতিনিধি : মুজিববর্ষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৩৯০টি ভূমি ও গৃহহীন পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর উপলক্ষে উপজেলা শহীদ জহুরুল হক মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফটিকছড়ির ৩৯০টি পরিবারের কাছে জমির দলিল সহ ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি। এসময় ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এস.এম আলমগীর, ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর, ভূজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহীম তালুকদার, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান শোয়েব আল সালেহীন, বাগানবাজার ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশে ভূমিহীনদের নিজস্ব ঠিকানা করে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নতুন করে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ফটিকছড়ি উপজেলার ৬০০ ভূমি ও গৃহহীন পরিবারকে মুজিবর্ষের ঘর প্রদান করা হয়। মঙ্গলবার তৃতীয় পর্যায়ে ৩৯০টি বসতঘর প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফটিকছড়িতে এ পর্যন্ত ৯’শ ৯০টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন বলে জানান ইউএনও।