ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

৩৫ দিন ধরে ‘নিখোঁজ’ উ. কোরিয়ার প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ০১:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ৩৫ দিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্সনিউজ গত সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কোরিয়ান পিপলস আর্মির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী সপ্তাহে রাজধানী পিয়ংইংয়ে অনুষ্ঠিত হবে সেনাবাহিনীর প্যারেড। যেখানে নিজেদের শক্তি সামর্থ্য প্রদর্শন করবে তারা। এমন গুরুত্বপূর্ণ সামরিক আয়োজনের সময়ই প্রকাশ্যে দেখা যাচ্ছে না প্রেসিডেন্ট কিম জং উনকে।
প্রশ্ন উঠছে কোথায় আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে হয়ত এখন আড়ালে চলে গেছেন তিনি। তবে বিষয়টি নিশ্চিত নয়। গত ৫ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির নীতি নির্ধারণী কমিটি পলিটব্যুরোর বৈঠকেও উপস্থিত ছিলেন না কিম জং উন। ওই বৈঠকে কৃষি সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। কিম এ নিয়ে মাত্র তৃতীয়বার পলিটব্যুরোর বৈঠকে অনুপস্থিত ছিলেন।
এদিকে এর আগে ২০১৪ সালে একবার টানা ৪০ দিন জনসম্মুখে আসেননি কিম। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেবারই সবচেয়ে বেশি সময় প্রকাশ্যে দেখা যায়নি তাকে। এরপর ২০২০ সালের এপ্রিলে এবং ২০২১ সালের মে মাসে কিছুদিনের জন্য উধাও হয়ে যান তিনি। ওই সময় গুজব ছড়িয়ে পড়ে, পরমাণু ক্ষেপণাস্ত্র শক্তিসমৃদ্ধ দেশটির প্রেসিডেন্ট মারা গেছেন। সেনাবাহিনীর প্যারেড অনুষ্ঠানের দিন কিম জং উন উপস্থিত হবেন কিনা এটিও এখন নিশ্চিত নয়। তবে উত্তর কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, সোমবার (৬ জানুয়ারি) ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় মিলিটারি কমিশন বৈঠকে উপস্থিত ছিলেন কিম জং উন। সূত্র: এনডিটিভি

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৩৫ দিন ধরে ‘নিখোঁজ’ উ. কোরিয়ার প্রেসিডেন্ট

আপডেট সময় : ০১:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩

প্রত্যাশা ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ৩৫ দিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্সনিউজ গত সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কোরিয়ান পিপলস আর্মির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী সপ্তাহে রাজধানী পিয়ংইংয়ে অনুষ্ঠিত হবে সেনাবাহিনীর প্যারেড। যেখানে নিজেদের শক্তি সামর্থ্য প্রদর্শন করবে তারা। এমন গুরুত্বপূর্ণ সামরিক আয়োজনের সময়ই প্রকাশ্যে দেখা যাচ্ছে না প্রেসিডেন্ট কিম জং উনকে।
প্রশ্ন উঠছে কোথায় আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে হয়ত এখন আড়ালে চলে গেছেন তিনি। তবে বিষয়টি নিশ্চিত নয়। গত ৫ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির নীতি নির্ধারণী কমিটি পলিটব্যুরোর বৈঠকেও উপস্থিত ছিলেন না কিম জং উন। ওই বৈঠকে কৃষি সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। কিম এ নিয়ে মাত্র তৃতীয়বার পলিটব্যুরোর বৈঠকে অনুপস্থিত ছিলেন।
এদিকে এর আগে ২০১৪ সালে একবার টানা ৪০ দিন জনসম্মুখে আসেননি কিম। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেবারই সবচেয়ে বেশি সময় প্রকাশ্যে দেখা যায়নি তাকে। এরপর ২০২০ সালের এপ্রিলে এবং ২০২১ সালের মে মাসে কিছুদিনের জন্য উধাও হয়ে যান তিনি। ওই সময় গুজব ছড়িয়ে পড়ে, পরমাণু ক্ষেপণাস্ত্র শক্তিসমৃদ্ধ দেশটির প্রেসিডেন্ট মারা গেছেন। সেনাবাহিনীর প্যারেড অনুষ্ঠানের দিন কিম জং উন উপস্থিত হবেন কিনা এটিও এখন নিশ্চিত নয়। তবে উত্তর কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, সোমবার (৬ জানুয়ারি) ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় মিলিটারি কমিশন বৈঠকে উপস্থিত ছিলেন কিম জং উন। সূত্র: এনডিটিভি