ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

  • আপডেট সময় : ০১:২২:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

আলজাজিরা : ৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য বেড়ে যাওয়ায় গত প্রান্তিকে দেশটিতে মূল্যস্ফীতি বেড়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার পরিসংখ্যার ব্যুরো (এবিএস)।
এ বিষয়ে গতকাল বুধবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বেড়ে ১ দশমিক ৮ শতাংশ হয়েছে। বাজার নীতিনির্ধারকরা যা ধারণা করেছিলেন ১ দশমিক ৬ শতাংশ।
দেশটিতে এ সময়ে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ, আগের বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ১ শতাংশ। যা ১৯৯০ সালের পর সর্বোচ্চ।
এ বিষয়ে মার্সেল থিলিয়ান্ট নামের এক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বলেন, ভোক্তা মূল্য সূচকের এ ধারা আগামী প্রান্তিকে ৮ শতাংশ মূল্যস্ফীতিকে ইঙ্গিত করছে। সিপিআই রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ায় খাদ্য সামগ্রীর বার্ষিক মূল্যস্ফীতি এরইমধ্যে ৯ শতাংশ হারে বেড়েছে। শুধু তৃতীয় প্রান্তিকে এ বৃদ্ধির হার ৩ দশমিক ২ শতাংশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

আপডেট সময় : ০১:২২:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

আলজাজিরা : ৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য বেড়ে যাওয়ায় গত প্রান্তিকে দেশটিতে মূল্যস্ফীতি বেড়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার পরিসংখ্যার ব্যুরো (এবিএস)।
এ বিষয়ে গতকাল বুধবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বেড়ে ১ দশমিক ৮ শতাংশ হয়েছে। বাজার নীতিনির্ধারকরা যা ধারণা করেছিলেন ১ দশমিক ৬ শতাংশ।
দেশটিতে এ সময়ে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ, আগের বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ১ শতাংশ। যা ১৯৯০ সালের পর সর্বোচ্চ।
এ বিষয়ে মার্সেল থিলিয়ান্ট নামের এক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বলেন, ভোক্তা মূল্য সূচকের এ ধারা আগামী প্রান্তিকে ৮ শতাংশ মূল্যস্ফীতিকে ইঙ্গিত করছে। সিপিআই রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ায় খাদ্য সামগ্রীর বার্ষিক মূল্যস্ফীতি এরইমধ্যে ৯ শতাংশ হারে বেড়েছে। শুধু তৃতীয় প্রান্তিকে এ বৃদ্ধির হার ৩ দশমিক ২ শতাংশ।