প্রত্যাশা ডেস্ক : বিশ্বের প্রাচীনতম অস্ত্রোপচারের খোঁজ পেলেন প্রতœতত্ত্ববিদরা। ৩১ হাজার বছর আগে এক ব্যক্তির দেহে অস্ত্রোপচারের মাধ্যমে অঙ্গচ্ছেদ করা হয়েছিল, ইন্দোনেশিয়ায় সেই কঙ্কাল খুঁজে পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন এক দল প্রতœতত্ত্ববিদ। তাদের দাবি, অস্ত্রোপচার করে ওই ব্যক্তির বাঁ পায়ের পাতা বাদ দেওয়া হয়েছিল। ইন্দোনেশিয়ার এই কঙ্কালের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে আন্তর্জাতিক জার্নাল ‘নেচার’-এ। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার বোর্নিয়োর একটি প্রাচীন গুহায় ওই কঙ্কালটি পাওয়া গিয়েছে। কঙ্কালটি এক প্রাপ্তবয়স্ক যুবকের বলে অনুমান করা হচ্ছে। প্রতœতত্ত্ববিদরা মনে করছেন, ওই ব্যক্তি যখন ছোট ছিলেন, সম্ভবত তখন তাঁর বাঁ পায়ে ওই অস্ত্রোপচার করা হয়েছিল। কাটা পা নিয়েই বেশ কয়েক বছর কাটিয়েছিলেন যুবক। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা ব্যবস্থা উন্নত না হলে এই ধরনের জটিল অস্ত্রোপচার সম্ভব নয়। ৩১ হাজার বছর আগেই প্রাচীন ইন্দোনেশিয়ায় সেই চিকিৎসা সেবা পেয়েছিলেন মানুষ। ইন্দোনেশিয়ার লিয়াং টেবো গুহায় কঙ্কালটি পাওয়া গেছে। পায়ের কাটা অংশে কোনো ঘা বা সংক্রমণের চিহ্ন ছিল না। গবেষকরা বলেছেন, পরিকল্পিত পদ্ধতিতে এই অঙ্গচ্ছেদ করা হয়েছে। তবে কোন যন্ত্র এই অস্ত্রোপচারে ব্যবহৃত হয়েছিল, কীভাবে সংক্রমণ প্রতিরোধ করা হয়েছিল, তা জানা যায়নি।
মনে করা হচ্ছে, কোনো ধারালো পাথরের যন্ত্র দিয়ে পায়ের ওই অংশ কাটা হয়েছিল। সংক্রমণ আটকানো হয়েছিল উচ্চ আয়ুর্বেদিক গুণ সম্পন্ন কোনো উদ্ভিদের সাহায্যে। এর আগে প্রাচীনতম অঙ্গচ্ছেদ অস্ত্রোপচারের নিদর্শন ছিল ফ্রান্সে। সাত হাজার বছর আগে সেখানকার এক কৃষকের হাত কেটে বাদ দেওয়া হয়েছিল অস্ত্রোপচারের মাধ্যমে। সূত্র: এনডিটিভি
৩১ হাজার বছর আগেও অস্ত্রোপচার!
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ