ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

৩০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের টিকা নিতে হবেঃ শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ১১:৪১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

??????????????????????????????

ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকা নেওয়া বাধ্যতামূলক। কারো শারীরিক সমস্যা থাকলে তা অধিদফতরকে জানাতে হবে লিখিতভাবে। এ বিষয়ে দু-এক দিনের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির বৈঠক হয়। বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
বৈঠক সূত্রে জানা গেছে, আগামী অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার লক্ষ্যমাত্রা হাতে নিয়ে সব প্রস্তুতি শুরু করা হয়েছে। কেননা সংক্রমণ ও মৃত্যুর হার কমছে, পুরোদমে টিকা দেওয়ার কাজ চলছে। এমন পরিস্থিতিতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকার দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক। যদি কারো শারীরিক সমস্যা থাকে, তবে তা লিখিতভাবে অধিদফতরকে জানাতে হবে। তাদের বিষয়ে অধিদফতর থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি আমাদের রয়েছে। নতুন করে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলতে হবে। করোনা সংক্রমণের হার কত শতাংশে নামলে আমরা স্কুল-কলেজ খুলতে পারি আগামী সপ্তাহের শুরুতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আমরা সশরীরে শ্রেণিপাঠ কার্যক্রম শুরু করতে চাই।
তিনি বলেন, বর্তমানে সারাদেশে টিকা কার্যক্রম চলছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী টিকার আওতায় এসেছেন। এখনো যারা টিকার আওতায় আসতে পারেননি, তাদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে টিকা নিতে হবে। কোন প্রতিষ্ঠানের কতজন টিকা নিয়েছেন, তা অধিদফতর থেকে মাঠ পর্যায়ে চিঠি দিয়ে তথ্য পাঠাতে নির্দেশনা দিতে হবে। সেই তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের এ নির্দেশনা পাঠাতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে আহ্বান জানালে তিনি দু-এক দিনের মধ্যে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৩০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের টিকা নিতে হবেঃ শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১১:৪১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১

ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকা নেওয়া বাধ্যতামূলক। কারো শারীরিক সমস্যা থাকলে তা অধিদফতরকে জানাতে হবে লিখিতভাবে। এ বিষয়ে দু-এক দিনের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির বৈঠক হয়। বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
বৈঠক সূত্রে জানা গেছে, আগামী অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার লক্ষ্যমাত্রা হাতে নিয়ে সব প্রস্তুতি শুরু করা হয়েছে। কেননা সংক্রমণ ও মৃত্যুর হার কমছে, পুরোদমে টিকা দেওয়ার কাজ চলছে। এমন পরিস্থিতিতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকার দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক। যদি কারো শারীরিক সমস্যা থাকে, তবে তা লিখিতভাবে অধিদফতরকে জানাতে হবে। তাদের বিষয়ে অধিদফতর থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি আমাদের রয়েছে। নতুন করে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলতে হবে। করোনা সংক্রমণের হার কত শতাংশে নামলে আমরা স্কুল-কলেজ খুলতে পারি আগামী সপ্তাহের শুরুতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আমরা সশরীরে শ্রেণিপাঠ কার্যক্রম শুরু করতে চাই।
তিনি বলেন, বর্তমানে সারাদেশে টিকা কার্যক্রম চলছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী টিকার আওতায় এসেছেন। এখনো যারা টিকার আওতায় আসতে পারেননি, তাদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে টিকা নিতে হবে। কোন প্রতিষ্ঠানের কতজন টিকা নিয়েছেন, তা অধিদফতর থেকে মাঠ পর্যায়ে চিঠি দিয়ে তথ্য পাঠাতে নির্দেশনা দিতে হবে। সেই তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের এ নির্দেশনা পাঠাতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে আহ্বান জানালে তিনি দু-এক দিনের মধ্যে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।