ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

৩০ সেকেন্ডে ৪০ মার্কিন প্রেসিডেন্টের নাম

  • আপডেট সময় : ০১:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : মাত্র ৩০ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের ৪০ জন প্রেসিডেন্টকে শনাক্ত করা এবং তাঁদের নাম বলতে পারা নিশ্চয়ই চাট্টিখানি কথা নয়। তবে এই অসাধ্যই সাধন করেছে লারা নুনান। আর এ জন্য তার নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। লারার বয়স মাত্র ১৬ বছর। প্রখর স্মৃতিশক্তি তার। এই গুণ তাকে এনে দিল বিশ্ব স্বীকৃতি।
এই কিশোরীর বাড়ি অস্ট্রেলিয়ার সিডনিতে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে গত শুক্রবার লারাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ১৬ বছরের লারা নুনান মাত্র ৩০ সেকেন্ডে ছবি দেখে ৪০ জন মার্কিন প্রেসিডেন্টকে শনাক্ত করতে পেরেছেন ও তাঁদের নাম বলতে পেরেছেন। লারার আগে কেউ এত কম সময়ে এত জন মার্কিন প্রেসিডেন্টের নাম বলতে পারেননি। এর আগে আনা সিং নামের একজন গত বছর ৩০ সেকেন্ডে ২৮ জন মার্কিন প্রেসিডেন্টকে শনাক্ত করতে ও তাঁদের নাম বলে বিশ্ব রেকর্ড গড়তে সক্ষম হয়েছিলেন। একই সময়ে তাঁর চেয়ে ১২টি নাম বেশি বলতে পেরেছে লারা। এই অনন্য কীর্তির জন্য লারাকে ‘মেমোরি মাস্টার’ বলে আখ্যা দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমকে লারা বলে, ‘আমি যুক্তরাষ্ট্রের নাগরিক নই। তাই দেশটির প্রেসিডেন্টদের নাম মনে রাখা, তাঁদের চেনা আমার জন্য খুব কঠিন ছিল। তবে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলনের মাধ্যমে আমি এটা সম্ভব করেছি।’
তবে এবারই প্রথম নয়, এর আগেও দুবার লারার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবার মাত্র ১ মিনিট সময়ে ৮৮টি জনপ্রিয় মার্ভেল চরিত্র শনাক্ত ও তাঁদের নাম বলতে পারায় লারা বিশ্ব রেকর্ড গড়েছিল। পরেরবার ১ মিনিটে ১০২টি কার্টুন চরিত্রের নাম বলতে পারায় লারার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ওঠে। এবার মার্কিন প্রেসিডেন্টদের নাম বলে তৃতীয়বারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ভীষণ উচ্ছ্বসিত এই কিশোরী। লারা বলে, ‘আমি অভিভূত। কারণ, এখন তিনটি গিনেস রেকর্ড এখন আমার।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

৩০ সেকেন্ডে ৪০ মার্কিন প্রেসিডেন্টের নাম

আপডেট সময় : ০১:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২

প্রত্যাশা ডেস্ক : মাত্র ৩০ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের ৪০ জন প্রেসিডেন্টকে শনাক্ত করা এবং তাঁদের নাম বলতে পারা নিশ্চয়ই চাট্টিখানি কথা নয়। তবে এই অসাধ্যই সাধন করেছে লারা নুনান। আর এ জন্য তার নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। লারার বয়স মাত্র ১৬ বছর। প্রখর স্মৃতিশক্তি তার। এই গুণ তাকে এনে দিল বিশ্ব স্বীকৃতি।
এই কিশোরীর বাড়ি অস্ট্রেলিয়ার সিডনিতে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে গত শুক্রবার লারাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ১৬ বছরের লারা নুনান মাত্র ৩০ সেকেন্ডে ছবি দেখে ৪০ জন মার্কিন প্রেসিডেন্টকে শনাক্ত করতে পেরেছেন ও তাঁদের নাম বলতে পেরেছেন। লারার আগে কেউ এত কম সময়ে এত জন মার্কিন প্রেসিডেন্টের নাম বলতে পারেননি। এর আগে আনা সিং নামের একজন গত বছর ৩০ সেকেন্ডে ২৮ জন মার্কিন প্রেসিডেন্টকে শনাক্ত করতে ও তাঁদের নাম বলে বিশ্ব রেকর্ড গড়তে সক্ষম হয়েছিলেন। একই সময়ে তাঁর চেয়ে ১২টি নাম বেশি বলতে পেরেছে লারা। এই অনন্য কীর্তির জন্য লারাকে ‘মেমোরি মাস্টার’ বলে আখ্যা দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমকে লারা বলে, ‘আমি যুক্তরাষ্ট্রের নাগরিক নই। তাই দেশটির প্রেসিডেন্টদের নাম মনে রাখা, তাঁদের চেনা আমার জন্য খুব কঠিন ছিল। তবে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলনের মাধ্যমে আমি এটা সম্ভব করেছি।’
তবে এবারই প্রথম নয়, এর আগেও দুবার লারার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবার মাত্র ১ মিনিট সময়ে ৮৮টি জনপ্রিয় মার্ভেল চরিত্র শনাক্ত ও তাঁদের নাম বলতে পারায় লারা বিশ্ব রেকর্ড গড়েছিল। পরেরবার ১ মিনিটে ১০২টি কার্টুন চরিত্রের নাম বলতে পারায় লারার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ওঠে। এবার মার্কিন প্রেসিডেন্টদের নাম বলে তৃতীয়বারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ভীষণ উচ্ছ্বসিত এই কিশোরী। লারা বলে, ‘আমি অভিভূত। কারণ, এখন তিনটি গিনেস রেকর্ড এখন আমার।’