ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

  • আপডেট সময় : ০৬:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

আলী ইমাম মজুমদার-ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, রমজানকে সামনে রেখে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে মার্চ ও এপ্রিলে দেড় লাখ টন করে মোট ৩ লাখ টন চাল দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলন, রোজায় সুলভ মূল্যে চাল বিতরণ কর্মসূচি নিয়েছে সরকার। এই কার্যক্রম যেন সঠিকভাবে হয়, তা তদারকি করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট মাঠে থেকে কর্মসূচি তত্ত্বাবধান করবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, ‘প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয় সেভাবেই তারা কাজ করে। আমরা আশা করবো, অন্তর্বর্তী সরকারের সময়ে যে নির্বাচন হবে প্রশাসনের হাত দিয়ে সেটা ভালো নির্বাচন হবে।’

তিনি বলেন, দেশে যতগুলো গ্রহণযোগ্য ও বিতর্কিত নির্বাচন হয়েছে, তার সবই করেছে প্রশাসন। তাদের যেভাবে ব্যবহার করা হবে, তারা সেভাবেই কাজ করবে। অন্তর্বর্তী সরকার তাদের অপরাধ কর্মে ব্যবহার করবে না। একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধ পরিকর অন্তর্বর্তী সরকার।

ভূমি সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আগামী ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ ই-নামজারির কাজ শেষ হবে। জমির মিউটিশনের কাজ ডিজিটাল করার কাজও চলমান। ভূমি নিয়ে মানুষের হয়রানি বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ডিসিরা যাতে এ কাজে সহায়তা করে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, রমজানকে সামনে রেখে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে মার্চ ও এপ্রিলে দেড় লাখ টন করে মোট ৩ লাখ টন চাল দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলন, রোজায় সুলভ মূল্যে চাল বিতরণ কর্মসূচি নিয়েছে সরকার। এই কার্যক্রম যেন সঠিকভাবে হয়, তা তদারকি করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট মাঠে থেকে কর্মসূচি তত্ত্বাবধান করবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, ‘প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয় সেভাবেই তারা কাজ করে। আমরা আশা করবো, অন্তর্বর্তী সরকারের সময়ে যে নির্বাচন হবে প্রশাসনের হাত দিয়ে সেটা ভালো নির্বাচন হবে।’

তিনি বলেন, দেশে যতগুলো গ্রহণযোগ্য ও বিতর্কিত নির্বাচন হয়েছে, তার সবই করেছে প্রশাসন। তাদের যেভাবে ব্যবহার করা হবে, তারা সেভাবেই কাজ করবে। অন্তর্বর্তী সরকার তাদের অপরাধ কর্মে ব্যবহার করবে না। একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধ পরিকর অন্তর্বর্তী সরকার।

ভূমি সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আগামী ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ ই-নামজারির কাজ শেষ হবে। জমির মিউটিশনের কাজ ডিজিটাল করার কাজও চলমান। ভূমি নিয়ে মানুষের হয়রানি বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ডিসিরা যাতে এ কাজে সহায়তা করে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’