ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

৩০ এপ্রিল পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবে কোম্পানি

  • আপডেট সময় : ০৮:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রোববার কোম্পানি পর্যায়ের করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ দিন হওয়ার কথা। ইতিমধ্যে তা আরও দেড় মাস সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রিটার্ন দিতে পারবে কোম্পানি। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সংক্রান্ত আদেশ জারি করেছে। সাধারণত ১ জুলাই থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দিতে পারে কোম্পানি করদাতারা। কিন্তু এবার দুই দফা সময় বাড়ানো হলো। বর্তমানে প্রতি বছর গড়ে ৫০ হাজারের মতো কোম্পানি রিটার্ন দেয়। সারা বছরের আয়-ব্যয়ের খবর জানিয়ে এসব কোম্পানি করপোরেট কর দেয়। এই পর্যন্ত যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহ পরিদপ্তর থেকে প্রায় সোয়া দুই লাখ কোম্পানি নিবন্ধন নিয়েছে। তাদের বার্ষিক আয়কর বিবরণী দাখিল করা বাধ্যতামূলক।

এ দিকে গত ১৬ ফেব্রুয়ারি ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমার সময় শেষ হয়। এ বছর সব মিলিয়ে ৩৯ লাখ ৭৩ হাজার ৭৫৭ জন করদাতা রিটার্ন দিয়েছেন। এনবিআর কর পেয়েছে মাত্র ৩ হাজার ১৪৪ কোটি টাকা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৩০ এপ্রিল পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবে কোম্পানি

আপডেট সময় : ০৮:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রোববার কোম্পানি পর্যায়ের করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ দিন হওয়ার কথা। ইতিমধ্যে তা আরও দেড় মাস সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রিটার্ন দিতে পারবে কোম্পানি। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সংক্রান্ত আদেশ জারি করেছে। সাধারণত ১ জুলাই থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দিতে পারে কোম্পানি করদাতারা। কিন্তু এবার দুই দফা সময় বাড়ানো হলো। বর্তমানে প্রতি বছর গড়ে ৫০ হাজারের মতো কোম্পানি রিটার্ন দেয়। সারা বছরের আয়-ব্যয়ের খবর জানিয়ে এসব কোম্পানি করপোরেট কর দেয়। এই পর্যন্ত যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহ পরিদপ্তর থেকে প্রায় সোয়া দুই লাখ কোম্পানি নিবন্ধন নিয়েছে। তাদের বার্ষিক আয়কর বিবরণী দাখিল করা বাধ্যতামূলক।

এ দিকে গত ১৬ ফেব্রুয়ারি ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমার সময় শেষ হয়। এ বছর সব মিলিয়ে ৩৯ লাখ ৭৩ হাজার ৭৫৭ জন করদাতা রিটার্ন দিয়েছেন। এনবিআর কর পেয়েছে মাত্র ৩ হাজার ১৪৪ কোটি টাকা।