প্রযুক্তি ডেস্ক : রাস্তায় চলার পাশাপাশি আকাশেও উড়তে পারে ‘এয়ার কার’। উড়ন্ত গাড়িতে পরিবর্তনের জন্য কারও সাহায্যের প্রয়োজন নেই। সুইচ চাপলেই নিজে থেকে উড়ন্ত গাড়িতে বদলে যাবে এটি। এ জন্য সময়ও লাগবে বেশ কম, মাত্র ২ মিনিট ১৫ সেকেন্ড। আকাশে ওড়ার জন্য পাইলটেরও দরকার নেই। গাড়ির চালকই যথেষ্ট। শুনতে অবাক লাগলেও এয়ার কার নামের গাড়িটি এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ৭০ ঘণ্টা আকাশে ওড়ার পাশাপাশি ২০০ বার উড্ডয়ন ও অবতরণ করেছে। এ জন্য স্লোভাকিয়ার পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে সফলভাবে আকাশে ওড়ার স্বীকৃতিও পেয়েছে উড়ন্ত গাড়িটি।
নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে উড়ন্ত গাড়িটি তৈরি করেছেন স্লোভাকিয়ার স্টেফান ক্লেইন। এ জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন ক্লেইন ভিশন নামের প্রতিষ্ঠানও। গত বছরের জুন মাসে পরীক্ষামূলকভাবে ৩৫ মিনিট উড়ন্ত গাড়ি নিয়ে আকাশে উড়েছিলেন তিনি। স্লোভাক পরিবহন কর্তৃপক্ষের এই স্বীকৃতি পাওয়ায় বেশ আনন্দিত স্টেফান ক্লেইন। তিনি জানান, নতুন এ স্বীকৃতি ভবিষ্যতে আরও বেশি উড়ন্ত গাড়ি তৈরিতে সহায়তা করবে।
স্পোর্টস কারের আদলে তৈরি উড়ন্ত গাড়িটি সর্বোচ্চ ৮ হাজার ফুট উঁচুতে ১৬০ কিলোমিটার গতিতে চলতে পারে। হেলিকপ্টারের মতো নয়, পুরোদস্তুর উড়োজাহাজের মতোই ওঠানামা করতে সক্ষম গাড়িটির জ্বালানি পেট্রলপাম্প থেকেই নেওয়া যাবে।
২ মিনিট ১৫ সেকেন্ডে গাড়ি হয়ে যাবে বিমান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ