পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর রাস্তায় ছিটকেপড়া তিনজনকে পিষে দিয়েছে পিকআপভ্যান।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে পাগলা-চরগরবদি ফেরিঘাট আঞ্চলিক মহাসড়কে উপজেলার বোর্ডবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দুমকি থানার ওসি মো. আবদুস সালাম জানান। নিহতরা হলেন, সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের শিয়ালী গ্রামের বায়েজিদ (১৫), তার মামা হীরা হাওলাদার (২০) এবং বাউফল উপজেলার স্কুলশিক্ষক হাবিবুর রহমান।
ওসি সংবাদমাধ্যমকে বলেন, পটুয়াখালী থেকে একটি মোটরসাইকেল ও একটি গ্যাসবোঝাই পিকআপভ্যান বাউফলের দিকে যাচ্ছিল।
“বোর্ডবাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেলের চার যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যায়। তখন পিকআপভ্যানটি তাদের উপর দিয়ে চলে যায়।”
ওসি জানান, এতে ঘটনাস্থলেই বায়েজিদ নিহত হয়। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান হীরা হাওলাদার ও হাবিবুর রহমান। এ ঘটনায় পিকআপভ্যানের চালক ও তার সহকারীকে (হেলপার) গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি ওসি। একটি লাশ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাকি দুজনের লাশ বরিশাল থেকে নিয়ে আসা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
২ বাইকের সংঘর্ষের পর তিনজনকে পিষে দিল পিকআপ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ