ক্রীড়া ডেস্ক: রাঞ্জি ট্রফিতে ফেরার উপলক্ষ দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে রাঙালেন রাভিন্দ্রা জাদেজা। ব্যাটিংয়ে আগ্রাসী ইনিংস খেলার আগে-পরে বল হাতেও তিনি জ্বলে উঠলেন প্রবল প্রতাপে। দুই দিনেই দলকে জিতিয়ে ম্যাচ-সেরার স্বীকৃতি পেলেন ৩৬ বছর বয়সী বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। বোর্ডের নতুন নির্দেশনা অনুসরণ করে ভারতের টেস্ট ক্রিকেটারদের যারা রাঞ্জি ট্রফির চলতি রাউন্ড দিয়ে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন, তাদের মধ্যে প্রথম দুই দিনে সবচেয়ে উজ্জ্বলতম নাম জাদেজা।
সৌরাষ্ট্রের হয়ে দিল্লির বিপক্ষে এই ম্যাচ দিয়ে ২০২৩ সালের জানুয়ারির পর রাঞ্জি ট্রফিতে খেলতে নামেন তিনি। অভিজ্ঞ ক্রিকেটার দলের ১০ উইকেটে জয়ের ম্যাচে ১০৪ রানে নেন ১২ উইকেট। ম্যাচের প্রথম দিন প্রথম ইনিংসে ১৭.৪ ওভারে ৬৬ রানে তার শিকার ছিল ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে শুক্রবার দিল্লিকে ৯৪ রানে গুটিয়ে দিতে ১২.২ ওভারে ৩৮ রানে তিনি নেন ৭ উইকেট। এর একটি রিশাভ পান্তের। ব্যাট হাতে একমাত্র ইনিংসে জাদেজা ৩ ছক্কা ও ২ চারে ৩৬ বলে করেন ৩৮ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে দশমবার ম্যাচে ১০ উইকেটের স্বাদ পেলেন জাদেজা। ইনিংসে পাঁচ উইকেট হলো ৩৬ বার।
ম্যাচে তার সেরা বোলিং ১২৬ রানে ১৩ উইকেট, ২০১৫ সালে রাঞ্জি ট্রফিতেই সৌরাষ্ট্রের হয়ে হায়দরাবাদের বিপক্ষে। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৬ ম্যাচে তার উইকেট এখন ৫৫৪টি। সৌরাষ্ট্রের ঘরের মাঠ রাজকোটে উইকেটে স্পিনারদের জন্য সহায়তা ছিল প্রবল। প্রথম ইনিংসে দিল্লির ১০ উইকেটের ৯টিই ভাগ করে নেন সৌরাষ্ট্রের তিন স্পিনার রাভিন্দ্রা জাদেজা, ধার্মেন্দ্রসিং জাদেজা ও ইউভরাজসিং দোদিয়া। দ্বিতীয় ইনিংসে তো এই তিন জন মিলেই নেন সবকটি উইকেট। ১২ রানের ছোট্ট লক্ষ্য সৌরাষ্ট্র ছুঁয়ে ফেলে ৩.১ ওভারে।