ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

২৯ জুলাইয়ের সংঘর্ষের ঘটনা কূটনীতিকদের অবহিত করলো বিএনপি

  • আপডেট সময় : ০২:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার প্রবেশমুখে গত ২৯ জুলাই (শনিবার) ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের অনুসারীদের হামলার অভিযোগ এনে সেদিনের ঘটনাবলি ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের জানিয়েছে বিএনপি।
গতকাল বুধবার গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় কূটনীতিকদের এ বিষয়ে ব্রিফ করা হয়। লিখিত ব্রিফ করেন বিএনপির ফরেন রিলেশন্স উইংয়ের প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে দলের ফরেন উইংয়ের গুরুত্বপূর্ণ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘গত ২৯ জুলাই শনিবার সরকার পতনের এক দফা দাবিতে বিএনপিসহ আন্দোলনরত যুগপৎ রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ংকর হামলার বিষয়টি আমরা কূটনীতিকদের সামনে উপস্থাপন করেছি।’ দলের ফরেন উইং সূত্র জানায়, বিএনপির ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ভারতের কোনও প্রতিনিধি এই ব্রিফিংয়ে ছিলেন না।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

২৯ জুলাইয়ের সংঘর্ষের ঘটনা কূটনীতিকদের অবহিত করলো বিএনপি

আপডেট সময় : ০২:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক : ঢাকার প্রবেশমুখে গত ২৯ জুলাই (শনিবার) ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের অনুসারীদের হামলার অভিযোগ এনে সেদিনের ঘটনাবলি ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের জানিয়েছে বিএনপি।
গতকাল বুধবার গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় কূটনীতিকদের এ বিষয়ে ব্রিফ করা হয়। লিখিত ব্রিফ করেন বিএনপির ফরেন রিলেশন্স উইংয়ের প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে দলের ফরেন উইংয়ের গুরুত্বপূর্ণ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘গত ২৯ জুলাই শনিবার সরকার পতনের এক দফা দাবিতে বিএনপিসহ আন্দোলনরত যুগপৎ রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ংকর হামলার বিষয়টি আমরা কূটনীতিকদের সামনে উপস্থাপন করেছি।’ দলের ফরেন উইং সূত্র জানায়, বিএনপির ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ভারতের কোনও প্রতিনিধি এই ব্রিফিংয়ে ছিলেন না।