নিজস্ব প্রতিবেদক: ২৯৫টি ওষুধ জাতীয় অত্যাবশ্যকীয় তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একােডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অত্যাবশীয় ওষুধের তালিকাভুক্ত ওষুধের মূল্য সরকার নির্ধারণ করবে। আজকের উপদেষ্টা পরিষদের সভায় ওষুধের তালিকা অনুমোদন ও মূল্যের চূড়ান্ত তালিকা নীতিগত অনুমোদন করা হয়েছে।
এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসি/আপ্র/০৮/০১/২০২৫
























