ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

২৮ হাজার বছর আগের সিংহশাবকের মৃতদেহ এখনও ‘অক্ষত’

  • আপডেট সময় : ০৮:৫৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বরফযুগের প্রাণীর মৃতদেহের সন্ধান আগেও পাওয়া গিয়েছে। কিন্তু সম্প্রতি সাইবেরিয়া অঞ্চলে বরফস্তূপের নীচে যে সিংহশাবকের দেহ পাওয়া গিয়েছে তা দেখে বিস্মিত বিজ্ঞানীরা।
বিস্মিত হবেন নাই-বা কেন? বরফে আচ্ছাদিত সাইবেরিয়ার আর্কটিক অঞ্চলে বহুযুগ আগেই মৃত যে সিংহশাবকটির দেহ পাওয়া গিয়েছে তা দেখে মনে হওয়া স্বাভাবিক, সেটি ঘুমিয়ে আছে। বিজ্ঞানীরা বলছেন, প্রাণীটি ২৮ হাজার বছর আগের। কিন্তু আশ্চর্যের যে, এত দিনেও এর শরীরের কোনো বিকৃতি ঘটেনি!
এর ডাকনাম স্পার্টা। দীর্ঘ সময় বরফের নীচে থাকায় এর সোনালি রঙের লোমে শুধু খানিকটা জট বেঁধে গিয়েছে। এটুকু বাদ দিলে শাবকটির দাঁত, ত্বক ও শরীরের ‘সফট টিসু’ এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ মমি করে রাখা সম্ভব হয়েছে। সব চেয়ে কৌতূহলোদ্দীপক হল, ২৮ হাজার বছর আগে শাবকটি মারা গেলেও তার নখগুলো এখনও ধারালো রয়েছে!
এর আগে অন্য যে সিংহ শাবকটিকে পাওয়া গিয়েছিল তার নাম বরিস। বরিসের দেহের অবশ্য কিছুটা ক্ষতি হয়েছিল। স্পার্টার মৃতদেহের থেকে এই দেহটির দূরত্ব ছিল ১৮ মিটার। প্রথমে মনে করা হয়েছিল, সিংহশাবক দুটি একই মা-সিংহের পেটে জন্মেছিল। তবে নতুন গবেষণা বলছে, দুটি শাবকের বয়সের পার্থক্য ১৫ হাজার বছর!
সাইবেরিয়ান প্রজাতির এই সিংহের বাস ছিল পাহাড়ের গুহায়। সম্প্রতি রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে একটি নদীর পাড়ে এই দুটি সিংহশাবকের দেহের সন্ধান পান ম্যামথের দেহাবশেষ খুঁজতে থাকা এক দল গবেষক।
এই সিংহশাবকগুলোকে নিয়ে করা গবেষণার লেখক ও সুইডেনের স্টকহোমের প্যালিওজেনেটিকস সেন্টারের অধ্যাপক বলেছেন, এখন পর্যন্ত বরফ যুগের যেসব প্রাণীর মৃতদেহের সন্ধান পাওয়া গেছে তার মধ্যে স্পার্টাকেই সবচেয়ে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে।
বিজ্ঞানীদের মতে, সিংহশাবক দুটি যখন মারা যায়, তখন এগুলির বয়স ছিল ১-২ মাসের মতো।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি

২৮ হাজার বছর আগের সিংহশাবকের মৃতদেহ এখনও ‘অক্ষত’

আপডেট সময় : ০৮:৫৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বরফযুগের প্রাণীর মৃতদেহের সন্ধান আগেও পাওয়া গিয়েছে। কিন্তু সম্প্রতি সাইবেরিয়া অঞ্চলে বরফস্তূপের নীচে যে সিংহশাবকের দেহ পাওয়া গিয়েছে তা দেখে বিস্মিত বিজ্ঞানীরা।
বিস্মিত হবেন নাই-বা কেন? বরফে আচ্ছাদিত সাইবেরিয়ার আর্কটিক অঞ্চলে বহুযুগ আগেই মৃত যে সিংহশাবকটির দেহ পাওয়া গিয়েছে তা দেখে মনে হওয়া স্বাভাবিক, সেটি ঘুমিয়ে আছে। বিজ্ঞানীরা বলছেন, প্রাণীটি ২৮ হাজার বছর আগের। কিন্তু আশ্চর্যের যে, এত দিনেও এর শরীরের কোনো বিকৃতি ঘটেনি!
এর ডাকনাম স্পার্টা। দীর্ঘ সময় বরফের নীচে থাকায় এর সোনালি রঙের লোমে শুধু খানিকটা জট বেঁধে গিয়েছে। এটুকু বাদ দিলে শাবকটির দাঁত, ত্বক ও শরীরের ‘সফট টিসু’ এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ মমি করে রাখা সম্ভব হয়েছে। সব চেয়ে কৌতূহলোদ্দীপক হল, ২৮ হাজার বছর আগে শাবকটি মারা গেলেও তার নখগুলো এখনও ধারালো রয়েছে!
এর আগে অন্য যে সিংহ শাবকটিকে পাওয়া গিয়েছিল তার নাম বরিস। বরিসের দেহের অবশ্য কিছুটা ক্ষতি হয়েছিল। স্পার্টার মৃতদেহের থেকে এই দেহটির দূরত্ব ছিল ১৮ মিটার। প্রথমে মনে করা হয়েছিল, সিংহশাবক দুটি একই মা-সিংহের পেটে জন্মেছিল। তবে নতুন গবেষণা বলছে, দুটি শাবকের বয়সের পার্থক্য ১৫ হাজার বছর!
সাইবেরিয়ান প্রজাতির এই সিংহের বাস ছিল পাহাড়ের গুহায়। সম্প্রতি রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে একটি নদীর পাড়ে এই দুটি সিংহশাবকের দেহের সন্ধান পান ম্যামথের দেহাবশেষ খুঁজতে থাকা এক দল গবেষক।
এই সিংহশাবকগুলোকে নিয়ে করা গবেষণার লেখক ও সুইডেনের স্টকহোমের প্যালিওজেনেটিকস সেন্টারের অধ্যাপক বলেছেন, এখন পর্যন্ত বরফ যুগের যেসব প্রাণীর মৃতদেহের সন্ধান পাওয়া গেছে তার মধ্যে স্পার্টাকেই সবচেয়ে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে।
বিজ্ঞানীদের মতে, সিংহশাবক দুটি যখন মারা যায়, তখন এগুলির বয়স ছিল ১-২ মাসের মতো।