ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
২৮ অক্টোবর থেকে আন্দোলনের মহাযাত্রা, মির্জা ফখরুলের বার্তা

২৮ অক্টোবর থেকে আন্দোলনের মহাযাত্রা, মির্জা ফখরুলের বার্তা

  • আপডেট সময় : ০২:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আবার তারিখ ঘোষণা করে সেদিন থেকে সরকার পতনের ‘চূড়ান্ত আন্দোলন’ শুরুর কথা জানিয়েছে বিএনপি। আগামী ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশের ডাক দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেদিন থেকে আন্দোলনের ‘মহাযাত্রা শুরু হবে।’
সরকার পতনের ‘এক দফা’ দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজনে গতকাল বুধবার নয়াপল্টনে এক সমাবেশ থেকে এ কথা বলেন তিনি। এই জমায়েতে নেতা-কর্মীদের ভিড় ফকিরাপুল থেকে শুরু করে কাকরাইল ছাড়িয়ে যায়। মির্জা ফখরুল বলেন, “আগামী ২৮ তারিখ শনিবার আমরা ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। ইনশাআল্লাহ তারপরে সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থেমে থাকব না।
“অনেক বাধা আসবে-অনেক প্রতিবন্ধকতা আসবে। সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আমাদের জনগণের অধিকার আদায়ের জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।”
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায়ে গত ১২ জুলাই ‘এক দফা’ আন্দোলনের ডাক দেয়। পরে অক্টোবরেই আন্দোলন ‘চূড়ান্ত পর্যায়ে’ নিয়ে যাওয়ার কথা বলেছিলেন নেতারা। পরে ২০ থেকে ২৪ অক্টোবর দুর্গা পূজার বিষয়টি বিবেচনায় নিয়ে পূজা শেষে ‘চূড়ান্ত’ আন্দোলনে নামার কথা জানায় বিএনপি ও সমমনারা। তত্ত্বাবধায়কের দাবিতে বিএনপির এটা দ্বিতীয় দফা আন্দোলন। ২০১১ সালে উচ্চ আদালত এই সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণার পর সংসদ নির্বাচিত সরকারের অধীনে ভোটের ব্যবস্থা ফেরায়। সেটি মেনে না নিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের আগে আন্দোলনে নামে বিএনপি ও তার জোট। শুরু হয় সহিংসতা। তবে ভোট ঠেকানো সম্ভব হয়নি।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের আগে আবার আন্দোলনের হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত ভোটে আসে এই জোট। সেই নির্বাচনে আগের রাতে ভোট হয়ে যাওয়ার অভিযোগ এনে আবার পুরনো দাবিতে ফিরে গেছে বিএনপি ও সমমনারা। মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে এই ‘অশান্তি সৃষ্টিকারী, এই ‘সন্ত্রাসী’ আওয়ামী লীগের পতন ঘটাব ইনশাআল্লাহ।” এ সময় তিনি শ্লোগান ধরে বলেন, “ফয়সালা হবে কোথায়?” নেতা-কর্মীরা সমস্বরে বলেন, “রাজপথে, রাজপথে।”

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

২৮ অক্টোবর থেকে আন্দোলনের মহাযাত্রা, মির্জা ফখরুলের বার্তা

২৮ অক্টোবর থেকে আন্দোলনের মহাযাত্রা, মির্জা ফখরুলের বার্তা

আপডেট সময় : ০২:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : আবার তারিখ ঘোষণা করে সেদিন থেকে সরকার পতনের ‘চূড়ান্ত আন্দোলন’ শুরুর কথা জানিয়েছে বিএনপি। আগামী ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশের ডাক দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেদিন থেকে আন্দোলনের ‘মহাযাত্রা শুরু হবে।’
সরকার পতনের ‘এক দফা’ দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজনে গতকাল বুধবার নয়াপল্টনে এক সমাবেশ থেকে এ কথা বলেন তিনি। এই জমায়েতে নেতা-কর্মীদের ভিড় ফকিরাপুল থেকে শুরু করে কাকরাইল ছাড়িয়ে যায়। মির্জা ফখরুল বলেন, “আগামী ২৮ তারিখ শনিবার আমরা ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। ইনশাআল্লাহ তারপরে সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থেমে থাকব না।
“অনেক বাধা আসবে-অনেক প্রতিবন্ধকতা আসবে। সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আমাদের জনগণের অধিকার আদায়ের জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।”
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায়ে গত ১২ জুলাই ‘এক দফা’ আন্দোলনের ডাক দেয়। পরে অক্টোবরেই আন্দোলন ‘চূড়ান্ত পর্যায়ে’ নিয়ে যাওয়ার কথা বলেছিলেন নেতারা। পরে ২০ থেকে ২৪ অক্টোবর দুর্গা পূজার বিষয়টি বিবেচনায় নিয়ে পূজা শেষে ‘চূড়ান্ত’ আন্দোলনে নামার কথা জানায় বিএনপি ও সমমনারা। তত্ত্বাবধায়কের দাবিতে বিএনপির এটা দ্বিতীয় দফা আন্দোলন। ২০১১ সালে উচ্চ আদালত এই সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণার পর সংসদ নির্বাচিত সরকারের অধীনে ভোটের ব্যবস্থা ফেরায়। সেটি মেনে না নিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের আগে আন্দোলনে নামে বিএনপি ও তার জোট। শুরু হয় সহিংসতা। তবে ভোট ঠেকানো সম্ভব হয়নি।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের আগে আবার আন্দোলনের হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত ভোটে আসে এই জোট। সেই নির্বাচনে আগের রাতে ভোট হয়ে যাওয়ার অভিযোগ এনে আবার পুরনো দাবিতে ফিরে গেছে বিএনপি ও সমমনারা। মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে এই ‘অশান্তি সৃষ্টিকারী, এই ‘সন্ত্রাসী’ আওয়ামী লীগের পতন ঘটাব ইনশাআল্লাহ।” এ সময় তিনি শ্লোগান ধরে বলেন, “ফয়সালা হবে কোথায়?” নেতা-কর্মীরা সমস্বরে বলেন, “রাজপথে, রাজপথে।”