ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২৭১ রানের জবাবে ৭ রানে অলআউট!

  • আপডেট সময় : ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আগে ব্যাট করে একটি দল করল ২৭১ রান। জবাবে অন্য দলটি অলআউট হলো মাত্র ৭ রানে! অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে নাইজেরিয়া-আইভরিকোস্ট ম্যাচে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এটিই সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। ঘটনাটি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ের। যে ঘটনায় ভেঙে গেছে দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়ার বিশ্ব রেকর্ড। গতকাল হওয়া এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে আইভরিকোস্টের বোলারদের ওপর তাণ্ডব চালায় নাইজেরিয়া। এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৭২ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে আইভরি কোস্ট ৭.৩ ওভারে মাত্র ৭ রানেই অলআউট হয়ে যায়। আইভরিকোস্ট প্রথম উইকেট হারায় দলীয় ৪ রানে। এরপর বাকি ৩ রান তুলতেই একে একে বিদায় নেন বাকি ৯ ব্যাটার। এর মধ্যে দলীয় ৭ রানেই আউট হন তিন ব্যাটার। টি-টোয়েন্টির ইতিহাসে এমন ব্যাটিং বিপর্যয় আর দেখা যায়নি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

২৭১ রানের জবাবে ৭ রানে অলআউট!

আপডেট সময় : ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: আগে ব্যাট করে একটি দল করল ২৭১ রান। জবাবে অন্য দলটি অলআউট হলো মাত্র ৭ রানে! অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে নাইজেরিয়া-আইভরিকোস্ট ম্যাচে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এটিই সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। ঘটনাটি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ের। যে ঘটনায় ভেঙে গেছে দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়ার বিশ্ব রেকর্ড। গতকাল হওয়া এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে আইভরিকোস্টের বোলারদের ওপর তাণ্ডব চালায় নাইজেরিয়া। এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৭২ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে আইভরি কোস্ট ৭.৩ ওভারে মাত্র ৭ রানেই অলআউট হয়ে যায়। আইভরিকোস্ট প্রথম উইকেট হারায় দলীয় ৪ রানে। এরপর বাকি ৩ রান তুলতেই একে একে বিদায় নেন বাকি ৯ ব্যাটার। এর মধ্যে দলীয় ৭ রানেই আউট হন তিন ব্যাটার। টি-টোয়েন্টির ইতিহাসে এমন ব্যাটিং বিপর্যয় আর দেখা যায়নি।