ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

২৬৬ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৩২ ফিলিস্তিনিকে হত্যা

  • আপডেট সময় : ০৭:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েল ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। গত ১৯ জানুয়ারি সেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এখনও চলছে। ইসরায়েল এভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করার কারণে ১৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি গুলি বর্ষণ এবং সেখানে অভিযানের কারণে ৯ শতাধিক মানুষ আহত হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী সবচেয়ে বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে গাজার মধ্যাঞ্চলে। সেখানে ১১০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। এছাড়া রাফায় ৫৪ বার, গাজা সিটিতে ৪৯ বার, খান ইউনুসে ১৯ বার এবং গাজার উত্তরাঞ্চলে ১৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় ১ হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয় এবং আরও দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। ১৫ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার বাহিনী। গত ১৯ জানুয়ারি দুপক্ষের সম্মতিতে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং হামাস তাদের হাতে বন্দি থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করে। অপরদিকে ইসরায়েলও তাদের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৮ হাজার ২৭১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ৬৯৩ ফিলিস্তিনি।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২৬৬ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৩২ ফিলিস্তিনিকে হত্যা

আপডেট সময় : ০৭:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েল ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। গত ১৯ জানুয়ারি সেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এখনও চলছে। ইসরায়েল এভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করার কারণে ১৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি গুলি বর্ষণ এবং সেখানে অভিযানের কারণে ৯ শতাধিক মানুষ আহত হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী সবচেয়ে বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে গাজার মধ্যাঞ্চলে। সেখানে ১১০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। এছাড়া রাফায় ৫৪ বার, গাজা সিটিতে ৪৯ বার, খান ইউনুসে ১৯ বার এবং গাজার উত্তরাঞ্চলে ১৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় ১ হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয় এবং আরও দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। ১৫ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার বাহিনী। গত ১৯ জানুয়ারি দুপক্ষের সম্মতিতে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং হামাস তাদের হাতে বন্দি থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করে। অপরদিকে ইসরায়েলও তাদের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৮ হাজার ২৭১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ৬৯৩ ফিলিস্তিনি।