ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬

২৫ বছরে উন্নত দেশ হবে ভারত, স্বাধীনতা দিবসে মোদি

  • আপডেট সময় : ০১:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • ১৪৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : গতকাল ১৫ আগস্ট ছিল ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। দিনটিকে নানাভাবে উদযাপন করেছে ভারতীয়রা। বিশেষ দিনটি উপলক্ষে সকালেই দিল্লির ঐতিহাসিক রেড ফোর্টে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আগামী ২৫ বছরের মধ্যে উন্নয়শীল থেকে উন্নত দেশে পরিণত হবে ভারত।
এদিন লালকেল্লায় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে ভাষণে আগামী ২৫ বছরের রোডম্যাপ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, অনেক সংঘর্ষ আর ত্যাগের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা এসেছে।
নরেন্দ্র মোদি বলেন, ‘আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে পাঁচ পরিকল্পনা আমাদের সংকল্পকে পূরণ করতে হবে। পুরো পৃথিবী এখন ভারতকে অন্য নজরে দেখে। ভারতের কাছে গোটা বিশ্বের এখন অনেক প্রত্যাশা। গত ৭৫ বছরের যাত্রা অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। এতকিছুর মধ্যেও ভারত এগিয়ে চলেছে। তাই এবার স্বাধীনতার ১০০ বছরের লক্ষ্য নিয়ে এগিয়ে চলি আমরা’।
এদিন রেড ফোর্টে ভাষণে নেতাজি, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, লাল বাহাদুর শাস্ত্রীদের অবদানের কথা তুলে ধরেন মোদি। যারা ভারতের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি কর্তৃজ্ঞতা প্রকাশ করেন। বলেন, এখন নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময়। প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদিন কংগ্রেসকে ইঙ্গিত করে পরিবারতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরিবারতন্ত্রের রাজনীতিতে পরিবারেরই লাভ হয়। তাতে দেশের কোনও উপকার হয় না। সুতরাং ভারত থেকে পরিবারতন্ত্রের রাজনীতিকে অবশ্যই দূর করতে হবে। দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে আমাদের। সূত্র: এনডিটিভি

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২৫ বছরে উন্নত দেশ হবে ভারত, স্বাধীনতা দিবসে মোদি

আপডেট সময় : ০১:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২

প্রত্যাশা ডেস্ক : গতকাল ১৫ আগস্ট ছিল ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। দিনটিকে নানাভাবে উদযাপন করেছে ভারতীয়রা। বিশেষ দিনটি উপলক্ষে সকালেই দিল্লির ঐতিহাসিক রেড ফোর্টে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আগামী ২৫ বছরের মধ্যে উন্নয়শীল থেকে উন্নত দেশে পরিণত হবে ভারত।
এদিন লালকেল্লায় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে ভাষণে আগামী ২৫ বছরের রোডম্যাপ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, অনেক সংঘর্ষ আর ত্যাগের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা এসেছে।
নরেন্দ্র মোদি বলেন, ‘আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে পাঁচ পরিকল্পনা আমাদের সংকল্পকে পূরণ করতে হবে। পুরো পৃথিবী এখন ভারতকে অন্য নজরে দেখে। ভারতের কাছে গোটা বিশ্বের এখন অনেক প্রত্যাশা। গত ৭৫ বছরের যাত্রা অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। এতকিছুর মধ্যেও ভারত এগিয়ে চলেছে। তাই এবার স্বাধীনতার ১০০ বছরের লক্ষ্য নিয়ে এগিয়ে চলি আমরা’।
এদিন রেড ফোর্টে ভাষণে নেতাজি, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, লাল বাহাদুর শাস্ত্রীদের অবদানের কথা তুলে ধরেন মোদি। যারা ভারতের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি কর্তৃজ্ঞতা প্রকাশ করেন। বলেন, এখন নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময়। প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদিন কংগ্রেসকে ইঙ্গিত করে পরিবারতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরিবারতন্ত্রের রাজনীতিতে পরিবারেরই লাভ হয়। তাতে দেশের কোনও উপকার হয় না। সুতরাং ভারত থেকে পরিবারতন্ত্রের রাজনীতিকে অবশ্যই দূর করতে হবে। দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে আমাদের। সূত্র: এনডিটিভি