ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

২৫ কেজি একটি পাথরখণ্ডের দাম ৪৮ কোটি টাকা!

  • আপডেট সময় : ০৭:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

এনডব্লিউএ ১৬৭৮৮ নামের পাথরখণ্ডটি নিলামে তোলা হবে -সদবি’স-এর ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া ছবি

প্রত্যাশা ডেস্ক: একটা পাথরখণ্ড বিক্রি হবে। ওজন ২৫ কেজি। তবে এর দাম শুনলে চোখ কপালে ওঠার মতো অবস্থা হবে। নিলামের জন্য এর সম্ভাব্য দাম ধরা হয়েছে ২০ থেকে ৪০ লাখ মার্কিন ডলার! বাংলাদেশি মুদ্রায় যা ২৪ কোটি থেকে ৪৮ কোটি টাকা।

খুব স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, একটা পাথরখণ্ডই তো। এর আবার দাম এত কেন? এটি আসলে যে-সে পাথর নয়। এটি হলো এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের সবচেয়ে বড় পাথরখণ্ড।

আগামী বুধবার (১৬ জুলাই) বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সদবি’স-এর এক নিলামে এনডব্লিউএ ১৬৭৮৮ নামের এ পাথরখণ্ড বিক্রির জন্য তোলা হবে। প্রাকৃতিক ইতিহাসনির্ভর জিনিসপত্র নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামটির আয়োজন করা হচ্ছে। শুধু এ পাথরখণ্ডই নয়, নিলামে একটি সিরাটোসরাস ডাইনোসরের কঙ্কালও থাকবে। কঙ্কালটির উচ্চতা ৬ ফুট ও দৈর্ঘ্য প্রায় ১১ ফুট।

সদবি’স বলছে, মঙ্গলের পাথরখণ্ডটি আসলে একটি উল্কাপিণ্ড। ধারণা করা হয়, একটি বিশাল গ্রহাণুর ধাক্কায় উল্কাপিণ্ডটি মঙ্গলের পৃষ্ঠ থেকে ছিটকে পড়েছিল। পরে এটি ১৪ কোটি মাইল দূরত্ব পেরিয়ে পৃথিবীতে (সাহারা মরুভূমি) এসে পড়ে। ২০২৩ সালের নভেম্বর মাসে এক উল্কাপিণ্ড সংগ্রাহক নাইজারে এ পাথর খুঁজে পান।

লাল, বাদামি ও ধূসর রঙের বড় এ পাথরখণ্ড পৃথিবীতে পাওয়া মঙ্গলের দ্বিতীয় বৃহত্তম পাথরখণ্ডটির তুলনায় প্রায় ৭০ শতাংশ বড়। বর্তমানে পৃথিবীতে মঙ্গল গ্রহ থেকে আসা যে পরিমাণ উপকরণ পাওয়া গেছে, তার প্রায় ৭ শতাংশ এ একটি খণ্ডে রয়েছে। পৃথিবীতে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পাওয়া ৭৭ হাজারের বেশি উল্কাপিণ্ডের মধ্যে ৪০০টি মঙ্গলের বলে জানিয়েছে সদবি’স। নিলামকারী প্রতিষ্ঠানটির কর্মকর্তা ক্যাসান্দ্রা হ্যাটন বলেন, লাল গ্রহের এ পাথরখণ্ডের একটি ছোট টুকরা আলাদা করে বিশেষায়িত পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। সেখানে নিশ্চিত করা হয়, এটি মঙ্গলেরই।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫

২৫ কেজি একটি পাথরখণ্ডের দাম ৪৮ কোটি টাকা!

আপডেট সময় : ০৭:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

প্রত্যাশা ডেস্ক: একটা পাথরখণ্ড বিক্রি হবে। ওজন ২৫ কেজি। তবে এর দাম শুনলে চোখ কপালে ওঠার মতো অবস্থা হবে। নিলামের জন্য এর সম্ভাব্য দাম ধরা হয়েছে ২০ থেকে ৪০ লাখ মার্কিন ডলার! বাংলাদেশি মুদ্রায় যা ২৪ কোটি থেকে ৪৮ কোটি টাকা।

খুব স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, একটা পাথরখণ্ডই তো। এর আবার দাম এত কেন? এটি আসলে যে-সে পাথর নয়। এটি হলো এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের সবচেয়ে বড় পাথরখণ্ড।

আগামী বুধবার (১৬ জুলাই) বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সদবি’স-এর এক নিলামে এনডব্লিউএ ১৬৭৮৮ নামের এ পাথরখণ্ড বিক্রির জন্য তোলা হবে। প্রাকৃতিক ইতিহাসনির্ভর জিনিসপত্র নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামটির আয়োজন করা হচ্ছে। শুধু এ পাথরখণ্ডই নয়, নিলামে একটি সিরাটোসরাস ডাইনোসরের কঙ্কালও থাকবে। কঙ্কালটির উচ্চতা ৬ ফুট ও দৈর্ঘ্য প্রায় ১১ ফুট।

সদবি’স বলছে, মঙ্গলের পাথরখণ্ডটি আসলে একটি উল্কাপিণ্ড। ধারণা করা হয়, একটি বিশাল গ্রহাণুর ধাক্কায় উল্কাপিণ্ডটি মঙ্গলের পৃষ্ঠ থেকে ছিটকে পড়েছিল। পরে এটি ১৪ কোটি মাইল দূরত্ব পেরিয়ে পৃথিবীতে (সাহারা মরুভূমি) এসে পড়ে। ২০২৩ সালের নভেম্বর মাসে এক উল্কাপিণ্ড সংগ্রাহক নাইজারে এ পাথর খুঁজে পান।

লাল, বাদামি ও ধূসর রঙের বড় এ পাথরখণ্ড পৃথিবীতে পাওয়া মঙ্গলের দ্বিতীয় বৃহত্তম পাথরখণ্ডটির তুলনায় প্রায় ৭০ শতাংশ বড়। বর্তমানে পৃথিবীতে মঙ্গল গ্রহ থেকে আসা যে পরিমাণ উপকরণ পাওয়া গেছে, তার প্রায় ৭ শতাংশ এ একটি খণ্ডে রয়েছে। পৃথিবীতে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পাওয়া ৭৭ হাজারের বেশি উল্কাপিণ্ডের মধ্যে ৪০০টি মঙ্গলের বলে জানিয়েছে সদবি’স। নিলামকারী প্রতিষ্ঠানটির কর্মকর্তা ক্যাসান্দ্রা হ্যাটন বলেন, লাল গ্রহের এ পাথরখণ্ডের একটি ছোট টুকরা আলাদা করে বিশেষায়িত পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। সেখানে নিশ্চিত করা হয়, এটি মঙ্গলেরই।