ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

২৫০ বিনিয়োগকারী-ব্যবসায়ী নিয়ে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন চীনের বাণিজ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তার সঙ্গে এসেছেন প্রায় ২৫০ জন চীনা বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধি।
শনিবার (৩১ মে) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন চীনের বাণিজ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সময় উপস্থিত ছিলেন।
শনিবার বিকেল ৫টায় বাণিজ্য উপদেষ্টার সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপাক্ষিক বৈঠক হয় প্রতিনিধি দলের। এছাড়া, বিদেশি বিনিয়োগ আকর্ষণ প্রচেষ্টার অংশ হিসেবে রোববার নগরীর বিনিয়োগ ভবনে দিনব্যাপী ‘বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্কিত বাংলাদেশ-চীন সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সেখানে যোগ দেবে চীনের এই প্রতিনিধি দল।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে ওই সম্মেলনের আয়োজন করছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠানে চীনা বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিনিধিরা প্রায় ১০০টি উদ্যোগের প্রতিনিধিত্ব করবেন। এর মধ্যে থাকবেন ছয় থেকে সাতটি ফরচুন ৫০০ কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহীও। সম্মেলন চলাকালীন চীনা ও বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা দিনব্যাপী পাঁচটি পৃথক ম্যাচমেকিং সেশনে অংশ নেবেন, যার লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ। সেশনগুলোতে তৈরি পোশাক ও বস্ত্র, কৃষি প্রক্রিয়াকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং অন্যান্য খাত নিয়ে আলোচনা করা হবে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২৫০ বিনিয়োগকারী-ব্যবসায়ী নিয়ে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তার সঙ্গে এসেছেন প্রায় ২৫০ জন চীনা বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধি।
শনিবার (৩১ মে) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন চীনের বাণিজ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সময় উপস্থিত ছিলেন।
শনিবার বিকেল ৫টায় বাণিজ্য উপদেষ্টার সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপাক্ষিক বৈঠক হয় প্রতিনিধি দলের। এছাড়া, বিদেশি বিনিয়োগ আকর্ষণ প্রচেষ্টার অংশ হিসেবে রোববার নগরীর বিনিয়োগ ভবনে দিনব্যাপী ‘বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্কিত বাংলাদেশ-চীন সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সেখানে যোগ দেবে চীনের এই প্রতিনিধি দল।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে ওই সম্মেলনের আয়োজন করছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠানে চীনা বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিনিধিরা প্রায় ১০০টি উদ্যোগের প্রতিনিধিত্ব করবেন। এর মধ্যে থাকবেন ছয় থেকে সাতটি ফরচুন ৫০০ কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহীও। সম্মেলন চলাকালীন চীনা ও বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা দিনব্যাপী পাঁচটি পৃথক ম্যাচমেকিং সেশনে অংশ নেবেন, যার লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ। সেশনগুলোতে তৈরি পোশাক ও বস্ত্র, কৃষি প্রক্রিয়াকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং অন্যান্য খাত নিয়ে আলোচনা করা হবে।